E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পতিত সংলাপ

২০১৬ সেপ্টেম্বর ০৪ ১৩:২৩:৩২
পতিত সংলাপ






 

সাজ্জাদুর রহমান

•••••••••••••••••••••••••

একটা ছোট্ট পাখির ঠোঁট থেকে ছুটে পড়লো
একটুকরো ভাজ করা কাগজ ।
কাগজের ভাজ খুলে দেখা গেল
জাফরান কালিতে লেখা নষ্ট সংলাপ এমন---
একজন বেশ্যার নষ্ট বীজ থেকে তোর জন্ম
হে , নরপিশাচ !
বেশ্যার উঁচু করা কাপড়ে তৈরি আলখেল্লার
পকেটের বেজম্মা রুমাল তুই !
চোখের পিচুটি মোছার টুকরো ত্যানা
সে ত্যানায় বাঁধা তোর মাকাল রূপ
আকাল করলো কৃষকের কষ্টের ক্ষেত !
তোর ঘাম থেকে জন্মালো প্লাবিত গ্রাম-শহর
তুই মস্ত শকুন আর তোর চর্বিত চবনে
অসহায় মৃত দেহগুলো অভিশাপের মন্ত্র পড়ে---
বুঝতে পারিস হে কুকুরের জিভ ?
যদি না পারিস তবে একঝটকায় খুলে ফেল
শরীর থেকে তোর নষ্ট হৃদপিণ্ড
তারপর ঘাস হয়ে যা
পৃথিবীর দাহ্য হাহাকার তোকে পায়ে মাড়াবে।

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test