E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাহমুদুল হাসান বাবু’র কবিতা

২০১৬ সেপ্টেম্বর ০৫ ১৭:০৫:৩৫
মাহমুদুল হাসান বাবু’র কবিতা







 

বর্ষা মানেই

- বৃষ্টিস্নাত পুষ্পের উপর ঘুমিয়ে পরা এই আমি ।।
ভোররাতে; সোডিয়াম আলোয় উদ্ভাসিত এ শহরে...
- স্নিগ্ধ চাঁদের আলোটাও একসময় ম্লান হয়ে পড়ে ।।
মন যে, তারই প্রতিক্ষার প্রহর গুনছে...।।

(কুড়িয়ে আনা পাতার অপর পৃষ্ঠায়)...

সংগোপনে ;
--- ডেকে চলে একটি মাটির পাখি। তাঁর প্রিয়জনের অভিমান ভাঙ্গাতে ।।
‘'বউ কথা কও’ ‘বউ কথা কও’ ‘বউ কথা কও’'
অধির অাগ্রহে চেয়ে থাকি, কালের লেখকরূপে এই আমি...
--- প্রতিক্ষার প্রহর !!
এই বুঝি এলে ...এবার বুঝি শেষ হবে

অতঃপর
- শেষ করা সম্ভব না হলে ...।।
অভিযোগে না নিলে, আপনার আড়ালে ক্ষুদ্র সংস্করণে বলে যাব....
- আপনি খুনি !!
অন্তরের কান্না লুকিয়ে, মনের অগোচরেই খুন করে যাচ্ছেন নিজেকে।
মিথ্যে প্রতিবন্ধকতায় বড় হয়ে নিজের আত্মতৃপ্তি খুঁজে পাচ্ছেন না ।

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test