E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অজুফা আখতার’র কবিতা

২০১৬ সেপ্টেম্বর ১৯ ১৫:১৬:৩২
অজুফা আখতার’র কবিতা







 

সত্য সুন্দর

বলতে বারণ সঠিক কথা,সইতে হবে সব!
সে ভয়ে কি পাখপাখালির থামবে কলরব?
গাইবে ঠিকই সকাল সন্ধ্যা ঝেড়ে বিষন্নতা,
সুরে সুরে কলকলাবে বলতে মনের কথা।
রাতের কাল অন্ধকারে পেঁচার চলে রাজ!
তাই বলে কি সুয্যিমামা ছেড়ে যাবে কাজ?
উঠবে ঠিকই রোজ প্রভাতে হাসিমাখা মুখে,
আলোকিত করবে ধরা ভাসাবে নূতন সুখে।
সত্য পথে চলতে বাঁধা আসবেই শত কোটি,
তাই বলে কি থামবে বাতাস হয়ে গুটিশুটি?
চলবে ঠিকই নিজ গতিতে উড়িয়ে সব মিথ্যা,
শীতল পরশ বুলিয়ে মনে সত্য দিবেই দীক্ষা।
প্রতিবাদ নয়, মানতেই হবে সকল অনাচার!
আগুণ কি তাই ভুলে যাবে শক্তি পোঁড়াবার?
পোঁড়াবেই সব অনাচারবাদ নিত্য তপ্ত শিখায়,
জ্বালিয়ে দিবে জালিমের জুলুম আপন ক্ষমতায়।
শুষ্ক রুক্ষ পৃথিবীতে সবুজ হৃদয় মূল্যহীন!
তাই বলে কি গাছ গাছালি হয়ে যাবে বিলীণ?
জন্মাবে ঠিক নতুন বৃক্ষ একটু আলো পেলে,
তুলবে মাথা আকাশপানে রুক্ষতাকে ভুলে।
স্বচ্ছচলন চলতে গেলে বাসে না ভাল কেউ!
তাই বলে কি সমুদ্র তার থামিয়ে দেবে ঢেউ?
চলবে ঠিকই নিরবধি বুকে চেঁপে গর্জন,
গর্জে উঠবে ঠিক সময়ে ভেঙে নষ্ট বাঁধন।
আলোর কবি লিখবে ঠিকই সবুজ সাম্যগাঁথা,
বলবে ঠিকই সত্য,সুন্দর আর হৃদয়ের কথা।

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test