E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মো.আলী আশরাফ খান’র কবিতা

২০১৬ অক্টোবর ০৮ ১৭:২৭:৪১
মো.আলী আশরাফ খান’র কবিতা







 

অবিরাম পাতাজলে ডুব-সাঁতার

সময় বড্ড অসহায় এখন-চারদিকে নিকষ কালো অন্ধকার
পোকামাকড়গুলো উন্মাদ যেন সব ফসল খেয়ে করবে ছারখার।
ওই কৃষাণেরা যুগে যুগে যে ফসলী জমি-সস্য ক্ষেত গড়েছে
তাইও নির্দয় একদল উইঁপোকার আক্রমণের শিকার হয়েছে।

আমাদের জৈব পদার্থে আর নেই তেমন কোন কার্যকারিতা এখন!
নৃত্য চলছে অবিরাম খেলছে পাতাজলে ডুব-সাঁতার যার যেমন।
মা-রত্নের কোমল বুকে আধুনিকতার নামে চলছে মহাযন্ত্র চালনা
বলার নেই কিছু বাতাস বৈরী নর্দমার সব কীট-পতঙ্গ দিচ্ছে হানা।

ক্রমাগত এ আচরণ যদি চলে আমার প্রিয় উর্বর কোমল মৃত্তিকায়
সব ফসলী জমি নদী খাল বিল-ডোবা বিলীন হয়ে যাবে একসময়।
আহ! এই যে আমাদের চিরচেনা চির সবুজের বিস্তৃত মায়ের আঁচল
কে আছো আজ প্রকৃতিপ্রেমি-বেলা বয়ে যায় কে ধরবে এর হাল?


পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test