E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাজী জুবেরী মোস্তাক’র দুটি কবিতা

২০১৬ অক্টোবর ১০ ১৭:৫৬:৪২
কাজী জুবেরী মোস্তাক’র দুটি কবিতা







 

সোমার সাক্ষাৎকার

এক জোড়া দূরবীন চোখ তাকিয়ে আছে
ফুটপাতে বেরে ওঠা ঐ টং দোকানের পরে ,
পড়নে তার ছেঁড়া প্যান্ট আর ছেঁড়া জামা
বয়সের খাতায় বড়জোর ৫ কি ৬ জমা
হাড্ডিসার দেহতে ক্ষুধার্ত পেটের ওঠানামা
কৌতুহলী মনে জানলাম তার নাম সোমা ৷
কোথায় তার বাবা এটা জানেনাকো সোমা,
কোনো পুরুষের এক রাতের ফসল সোমা
এটাও সে জানেনা লোকমুখে তার শোনা ,
স্বামী আসবে এই অাশায় মরেছে সোমার মা ৷
নিষ্ঠুর এ পৃথিবীতে আপন কেউ নাই সোমার
মাথা গুজবার এক ইঞ্চিও জায়গা নাই তার ,
চাচা আপন প্রাণ বাঁচা সমাজ কি নিবে ভাড়
প্রশ্ন ভাঁসছে সে মলিন চোখ , মুখে সোমার ৷
কি ভাবে তুমি জোগাড় করো তোমার আহার ?
মলিন মুখ আরো মলিন হয়ে গেলো সোমার
দূরবীন চোখে তাকালো টং দোকানে আবার
হটাৎ চিলের মতো ছোঁ মেড়ে ফিরলো আবার ,
হাতে একটা শুকনো রুটি দেখলাম সোমার
বললো এই রুটিই তার সারাদিনের আহার
আর মাঝে মাঝে ডাস্টবিনের পঁচা খাবার ৷


একটা পৃথিবী একটাই মানচিত্র

উত্তাল আজ এই পৃথিবীর মানচিত্র
চারিদিকে আজ যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ
বুঝিনা আমরা এ কেমনতর সভ্য ?
শুনেছি বিবাদে জড়ায় নাকি যারা মূর্খ
তবে কি মানুষ আজ সুশিক্ষিত মূর্খ
নিজেই নিজেকে করে দেখো সে প্রশ্ন ?
ক্লান্ত চোখে দেখি আজ বিশ্বজয়ের স্বপ্ন
সে স্বপ্নে ঢুঁকে গেছে এক গভীর ষড়যন্ত্র
হে ঈশ্বর সফল যেনো না হয় সে ষড়যন্ত্র ৷
একটা পৃথিবী চাই , চাই একটাই মানচিত্র
কাঁটাতার আর জাতিভেদে হবো অভিন্ন
সকল তন্ত্র ভুলে হবে শুধুই মানবতন্ত্র
এই হোক আমাদের বাঁচার মূলমন্ত্র ৷

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test