E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মো. আলী আশরাফ খান’র কবিতা

২০১৬ অক্টোবর ২১ ১৫:০৯:৩৬
মো. আলী আশরাফ খান’র কবিতা







 

আমি বলছি-

আমি বলছি-
এই চলমান সময়ের শপথ আমার প্রতিপালক
আমার আলোরপথ দানকারী যার মহিমান্বিত
অনন্য ভালবাসার পরশে আমি অবিরাম সিক্ত
আমি নির্ধিদ্বায় একমাত্র আশ্রয় প্রার্থনা করছি,
তাঁর তরে যিনি মহান পালনকারী-বিশ্বঅধিপতি।
আমি বলছি-
আমার এই কন্টকাকীর্ণ-কিংবা মসৃণ জীবনে
আসুক যত বিপদআপদ আমি এগিয়ে যাবো
দৃঢ় প্রত্যয়ে বুকে ধারণ করে স্রষ্টার অমিয় বাণী।
আমি বিনম্রচিত্তে একমাত্র আশ্রয় প্রার্থনা করছি,
মহান দয়াময় নিখিল জাহানের ‘রব’র প্রতি;
যিনি প্রতিনিধির দায়িত্ব অর্পণ করেছেন আমায়
প্রকৃতির নান্দনিক অফুরন্ত সম্পদে করেছেন ধন্য।
আমি বলছি-
গভীর রাত্রিতে আমি আরাধনা করি-আশ্রয় চাই,
অনিষ্ট ও কুমন্ত্রণার জাল নিয়ে যারা বিচরণ করে
দুষ্টুচক্রে আবদ্ধ করার অভিপ্রায়ে দোলা দেয় মনে-
মুখোশপরে, কখনও মানুষ আবার কখনও অগ্নি রুপে
আমাকে টেনে নিয়ে যেতে চায় অমানিশার অন্ধকারে।
আমার প্রতিপালক যেন আমায় তার অমিয় দান-
আলোরপথ থেকে কখনও না নেন দূরে সরিয়ে।
আমি আজ এই মহান ব্রত নিয়েই পথ চলছি।

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test