E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 উত্তরের হোমার খ্যাত ওশিয়ানের কোনাে অস্তিত্ব নেই !

২০১৬ অক্টোবর ২২ ১৯:১৬:০২
 উত্তরের হোমার খ্যাত ওশিয়ানের কোনাে অস্তিত্ব নেই !

শিল্প সাহিত্য ডেস্ক :কবি ওশিয়ানকে উত্তরের হোমার বলা হয় । তৃতীয় শতকের কবি বলে চিহ্নিত করা হয় তাঁকে । আইরিশ বীর-পুরুষ ও বীরাঙ্গনাদের উপাখ্যান অবলম্বন করে নানা সাহিত্য রচনা করেছিলেন তিনি।

প্রাচীন আয়ারলাণ্ডের অনেক চারণ ও কবি, গাথা এবং গদ্যকাব্য রচনাকারী হিসেবে ওশিয়ানের (Ossian) নাম পাওয়া যায়। তৎকালীন কবিদের মধ্যে অন্যতম প্রধান বলেও দাবি করেন অনেকে।

তাঁর সাহিত্য আবিষ্কৃত হয় ১৭ শতকে। সে সময় জেমস ম্যাকফেরসন এগুলো ‘আবিষ্কারের’ দাবি করেন এবং তা প্রকাশ করেন।বহুযুগ ধরেই তৃতীয় শতকের কবি ওশিয়ানের বিস্তারিত জানা যায়নি ।তবে তার সাহিত্য মহলে পাওয়া যেত তার সৃষ্টি ।

সম্প্রতি গবেষকরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করতে পেরেছেন যে, হোমারের সাহিত্যের সঙ্গে এ সাহিত্যের মিল রয়েছে। আর এ মিল এতই বেশি যে বিজ্ঞানীরা প্রায় সন্দেহমুক্তভাবেই বলছেন, ওশিয়ানের অস্তিত্ব নেই। ওশিয়ানের ঘটনাটি বিশ্বের সবচেয়ে বড় সাহিত্যিক ধাপ্পাবাজি। কারণ তার সাহিত্য মূলত হোমারের সাহিত্যেরই ভাষান্তর। বিষয়টি নিয়ে সে সময় খুব একটা উচ্চবাচ্য হয়নি।

মূলত ওশিয়ানের সাহিত্য বলে যা প্রকাশ করা হয়েছিল তা হতে পারে ম্যাকফেরসনের সৃষ্টি। কারণ ম্যাকফেরসন নিজেও একজন কবি ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি নিজের নামে তা প্রকাশ না করে ওশিয়ানের নামে প্রকাশ করলেন, সেটি এক রহস্য।

ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ।

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test