E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মবার্ষিকী

২০১৬ অক্টোবর ২৩ ১১:৪৭:২৩
আজ কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার :আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠকবি শামসুর রাহমানের ৮৮ তম জন্মবার্ষিকী আজ রবিবার।কবির জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।

বিকেল ৪ টায় বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শামসুর রাহমান স্মৃতি পরিষদের সভাপতি এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি রবিউল হুসাইন, কবি মোহাম্মদ নুরুল হুদা ও অধ্যাপক রফিকউল্ল্যাহ খান।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর তার লিখিত দু’টি কবিতা ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ পাঠক ও বোদ্ধাদের কাছে খুবই জনপ্রিয় ও সমাদৃত হয়।

১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে শামসুর রাহমান জম্মগ্রহণ করেন। ২০০৬ সালের ১৭ আগষ্ট তিনি মারা যান।

(ওএস/এস/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test