E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিল্পী জয়দেব বিশ্বাসের ‘কারুশিল্পের নান্দনিকতা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

২০১৬ অক্টোবর ২৫ ১৭:৪৭:৪৩
শিল্পী জয়দেব বিশ্বাসের ‘কারুশিল্পের নান্দনিকতা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি- ২ এ তরুণ শিল্পী জয়দেব বিশ্বাসের ‘কারুশিল্পের নান্দনিকতা’ শীর্ষক প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সোমবার বিকেল ৫টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেনচারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার ওকারুশিল্প বিভাগের অনারারি অধ্যাপকশিল্পী আব্দুস শাকুর শাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারুশিল্প বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ মোল্লা। প্রদর্শনীতে উডওয়ার্ক, মেটাল ওয়ার্ক, ট্যাপেস্ট্রি, বাটিক, স্ক্রিন প্রিন্ট, মুখোশ ইত্যাদি মাধ্যমের মোট ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।

বিভিন্ন মাধ্যমের সৃজনশীল কাজগুলো দর্শকদের আনন্দ দান করবে। প্রদর্শনী চলবে৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা।

(পিএ/এএস/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test