E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চন্দ্র পাল’র কবিতা

২০১৬ অক্টোবর ২৮ ১৪:০০:৫৩
দীপক চন্দ্র পাল’র কবিতা







 

পৃথিবীর নিয়মে


সরিষার ঘন হলুদ রঙে রাঙ্গানো এ বন।
অবারিত অঞ্চল,ভমরার গুঞ্জরনে অনাবিল আনন্দ,
রৌদ্র ঝলোমল প্রকৃতি সমতল লীলাভুমি-
না দেখার অনুভুতি পাহাড়ী জনপদ আর সবুজের সমাহার
নীর্জনতার গভীরে হাড়িয়ে যাওয়া বনাঞ্চলে,
ভাবনাহীন ইচ্ছা আর উড়ন্ত মনে,
পোকপাকালির কিচিরমিচির শূন্য গহীণ বনে।
হঠাত হাজারো মানুষের পদাচরনায়-
মূখরিত কোলাহল।
হবেই পরিচয় কারো না কারো সনে,
বছর যুগ পরে মমতায়।
দু নয়নের দেখায়,কথা হয় অজানা প্রশ্নে-
পরিচয়ের গভীরতায় দেখা হলে,
হয় চেনা,তুমি রবে মনে,
পৃথিবীর নিয়মে।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test