E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাজী রহমান’র কবিতা

২০১৬ অক্টোবর ২৮ ১৫:০৪:১৯
কাজী রহমান’র কবিতা







 

নির্লজ্জ

যে কোন কারণেই হোক
শূন্যতা যখন আমায় অধিকার করে;
কৌতূহল রোমাঞ্চে ঝিম মেরে রই।
প্রত্যাশাপ্রিয় চেনামুখ দেখি সবদিকে
ঘুরেফিরে হেঁটে বেড়ায় বলিষ্ঠ প্রত্যয়ে,
চেয়ে দেখি তাদের অবিরাম কর্মযজ্ঞ।
প্রিয় বন্ধুর মত শূন্যতা
কৃষ্ণগহ্বরীয় আকর্ষণের টান ধরে আমাতে;
অদেখার মাতলামি; ভালো লাগে আমার।
ব্যাস্তবিকট শব্দে, একান্ত অনিচ্ছায়;
ছিটকে পড়ি আমার শূন্যতা থেকে,
নির্লজ্জ আমি, মিশে যাই জীবনপ্রবাহে।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test