E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চন্দ্র পাল’র কবিতা

২০১৬ নভেম্বর ০৩ ১৬:১৩:২৮
দীপক চন্দ্র পাল’র কবিতা







 

ভুলি কেমনে

শত বর্ষ পরে অদৃশ্য পটেও দেখি
-তোমাকে।
ভুলি কেমনে হারিয়ে যাওয়া অদৃশ্য সব স্মৃতি,
মনে আছে সব।
মনের অজান্তেই ডেকে উঠি হঠাৎ,
থমকে যাই,
মিলিয়ে যায় সব ঘোর নিরাশায়।
ইচ্ছের সব পথেই সহযাত্রী যেন আমি,
ভুলার কোন সুযোগ নেই এ ধরায়।
সকলে কেমন আছে, ইচ্ছে হয় দেখার।
উপায় নেই সহসা কাউকে ভুলে যাবার।
প্রকৃতি নিয়ন্ত্রক কাউকে সুযোগ দিতেও কৃপণ।
তবুও মেনে নিতে হয়
ইচ্ছার অজান্তে সব দুঃখ সুখের ক্ষণ।
মোহ মায়ায়,সুরের মূর্ছনায়
আমি ভুলে যাই সব স্মৃতি কথা।
তুমিও কি যাবে ভুলে,
কষ্ট পাবো গভীর অন্তরে,
নীরবে অজান্তে সখা ।
আমি অন্তকালের পথ ধরে,
বেঁচে থাকার চরম আকুতি নিয়ে
ধরে রাখবো স্মৃতি।
হয়তো এক দিন সব নিঃশেষ হবে মাঝ পথেই।
থেমে যাবে জীবনের সবটুকু গতি।
তখনো ভুলার নয় তোমাদের মধুময় স্মৃতি।
ভাল থেকো এ জগৎ সংসারে।
স্বর্ণালী আভা, নতুন সূর্যের সোনালী সকালে,
শত বর্ষ পরে, নতুনের জয়গান,
কুয়াশা ঝরা ভোরে।
মধুর বন্ধন ছিরে যায়না কখনো,
মনে রেখো অজান্তেই সাক্ষাত স্মৃতি,
সুখময় হোক এ পৃথিবী।

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test