E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ সালাম সালেহ উদদীনের জন্মদিনের অনুষ্ঠান

২০১৬ নভেম্বর ০৫ ১৪:১১:৫৭
আজ সালাম সালেহ উদদীনের জন্মদিনের অনুষ্ঠান

শিল্প-সাহিত্য ডেস্ক  : বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী সালাম সালেহ উদদীনের জন্মদিন উপলক্ষে  আজ রাজধানীর মহম্মদপুের এক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে ।তাজমহল রোডের কিশলয় স্কুল এন্ড কলেজে সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠান শুরু হবে । দেশের খ্যাতিমান কবি ,সাহিত্যিকেরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।

সালাম সালেহ উদদীনের জন্মদিন ২ নভেম্বর।১৯৬৫ সালের এই দিনে ঢাকার দোহারের নাগেরকান্দা গ্রামে সালাম সালেহ উদদীন জন্মগ্রহণ করেন। বাবা মো. আবুল বাশার ও মা আনোয়ারা খাতুনের ছয় সন্তানের মধ্যে তিনি বড়।

সালাম ১৯৮১ সালে বাহ্রা হাবিল উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৮৩ সালে ঢাকা কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৯১ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

সালাম সালেহ উদদীন ১৯৮৮ সালে সাপ্তাহিক মূলধারায় সহ সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯২-২০০৭ সাল পর্যন্ত দৈনিক আজকের কাগজে সহকারী সম্পাদক ও একই সঙ্গে সাহিত্য সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জুলাইয়ে তিনি দৈনিক যায়যায়দিনে সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক পদে যোগ দেন। একই সঙ্গে তিনি দৈনিক যায়যায়দিনের ‘সাপ্তাহিক প্রতিচিত্র’র নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সালাম সালেহ উদদীন ১৯৯৫ সালের ৬ অক্টোবর মিতা সালেহ উদদীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির প্রিয় সালেহ উদদীন, প্রিয়তি সালেহ উদদীন ও মিনতি সালেহ উদদীন নামে তিন ছেলেমেয়ে রয়েছে।

কথাসাহিত্যিক সালাম সালেহ উদদীন জানান, তার পছন্দের রং লাল ও ফুল গোলাপ। খেতে ভালোবাসেন মাছ-ভাত। আর অবসর সময়ে এই সাংবাদিক গান শুনতে পছন্দ করেন।

এই সাংবাদিক ছোটবেলা থেকেই লেখালেখি করেন। ১৯৮৩ সালে তার লেখা প্রথম গল্প সাপ্তাহিক সূর্য-সবুজে প্রকাশিত হয়। তার লেখা ৩৫টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি গল্প, উপন্যাস, কলাম, সাহিত্য বিষয়ক প্রবন্ধ, নারী বিষয়ক প্রবন্ধ লেখেন। তার লেখা ‘হাজার অমৃত কথা’ নামক একটি প্রবচন বই প্রকাশিত হয়েছে। প্রকাশিত উল্লেখযোগ্য বই হচ্ছে, অদূরবর্তী কেউ, প্রার্থনার দুই পর্ব, শহরে সাদা কাক চোখে পড়ে না, ধূলি রংয়ের মানুষ, ঠাকা জ্বলে ওঠে অন্ধকারেও, এভাবেই রাত এভাবেই দিন, শীতে ও অন্ধকারে আমরা, স্বপ্নের দিন স্বপ্নের রাত, ছায়াশরীর, জন্মদৌড়, নীল ডানায় স্বপ্ন, নারীর বিপরীতে এক জীবন, নগরবালা ইত্যাদি।

সালাম সালেহ উদদীন জানান, তাকে নিয়ে লেখক সমির আহমেদ ‘কথাশিল্পী সালাম সালেহ উদদীন’ নামে একটি জীবনীগ্রন্থ ও ড. মিল্টন বিশ্বাসের সম্পাদনা গ্রন্থ ‘সালাম সালেহ উদদীনের সাহিত্য’ প্রকাশিত হয়েছে।



(ওএস/এস/নভেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test