E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুমা পণ্ডিতের কবিতা

২০১৬ নভেম্বর ০৮ ১২:১০:৫০
রুমা পণ্ডিতের কবিতা






 

মাঝদুপুরের গল্প

..................................................................

পাথরের গায়ে রত্ন
রত্নের গায়ে প্রকৃতির কারুকাজ
তার ওপর শতাব্দীর ধুলো
কোনো শ্রাবণ পারেনি
শেষ পরত ধুয়ে দিতে
বৃষ্টিরর পর
নিষ্প্রভ আলো লেগে থাকতো গায়ে।

আজ সূর্য রশ্মিকে মুহূর্তে
সাত খন্ড করে
চাঁদের সাথে প্রতিযোগীতায়
সে জিতে নেয় আস্ত রাত
প্রতিটি খাঁজে নতুন আলোর ঝিলিক
আবেশে ঝরে যায়
পাতা ফুল
রাতের আকাশ থেকে খসে পড়ে তারা
শতাব্দীরর আস্তরণ নিরবে মিশে যায় মাটিতে
একমাত্র সেই জানতো
মাঝ দুপুরের মেঘ ভাঙার গল্পটা।




সিঁড়ি ভাঙা
.................................................................

প্রতিটি ধাপেই জমাট শ্যাওলা
তাই সিঁড়ি ভাঙতে
পা পিছলায় বারবার।
জোড়াতালি দিয়ে
জোর করে মেলানো হিসাব
মুখোশের তলায় হাততালি দেয়
যত জোড়াতালি
তত হাততালি
শেষ হিসাবের মোট ফলাফল শুন্য,
থেমে যায় শব্দ
এবার শুধু নিরবতা পালন।

মহাকাল
........................................................

পশ্চিম আকাশ কাঁপছে ভয়ে
আসছে দস্যু মেঘের দল
ঝোড়ো হাওয়ায় তারই আভাস
যাচ্ছে শোনা মেঘ মাদল।

শেষ দুপুরের সূর্যটাকে
নিভিয়ে দিল এক নিমেষে
আকাশ তলে হঠাত যেন
রাত্রি এলো দিনের শেষে।

দিগন্তকে আড়াল করে
নামলো আঁধার নিকষকালো
মেঘের ওপর মেঘ সাজিয়ে
কে যেন আজ পাঁচিল দিল।

বাজিয়ে দিল যুদ্ধ ডঙ্কা
মেঘ সেনারা ক্রুদ্ধ আজ
আগুন ঝরা তরোয়ালে
সাজছে তারা যুদ্ধ সাজ।

মেঘে মেঘে বাগবিতণ্ডা
চোখে চোখে হানাহানি
শিব শম্ভুর জটায় যেন
ফুঁসছে রাগে কালনাগিনী।

বিদ্যুৎ যেন মহাতরবারি
বজ্রের ঘোর গুরু গর্জন
ত্রিশূল কাঁপিয়ে, ডমরু বাজিয়ে
রুদ্রদেবের প্রলয় নাচন।

ভীষণ ঝড়ের তান্ডবে আজ
কাঁপছে মাটি পাহাড় অরণ্য
উথালপাতাল সাগর নদী
উল্লাসে তারা আদিম, বন্য।

আকাশ জুড়ে খ্যাপা মহিষ
ধ্বংস লীলায় মেতেছে আজ
ত্রিনয়নে আগুন জ্বেলে
নৃত্যে ভয়ঙ্কর নটরাজ।

মহাযোগীরর ধ্যান ভেঙেছে
ব্রম্ভান্ড অন্ধকার
মহাকালের ক্রুদ্ধ শ্বাসে
লন্ডভন্ড আজ চারিধার।

কৃপা করো হে মহাদেব
বিপর্যস্ত এই ধরাকে
ধ্বংস কাতর আজ প্রকৃতি
নতুন করে সাজাও তাকে।

সর্বনাশের ঝঞ্জাঘাতে
চুরমার হোক যত অভিশাপ
সূর্যস্নাত সকাল আসুক
মুছে দিয়ে সব কলঙ্ক পাপ।


দিনের শেষে
..........................................................

সকালে জোড়া শালিখের ঠোঁট ছুঁয়ে
আগত দিনটাকে
মনের মতো করে সাজিয়ে নিই
মোবাইলে বিশেষ নামের তালিকায়
সাজিয়ে রাখি পছন্দের রিংটোন
একঘেয়ে রান্নায় গরম মশলা ছিটিয়ে
অন্য মাত্রা দিই
সকালের ধুপের ধোঁয়া
কুণ্ডলী পাকিয়ে
দুপুরকে ছুঁয়েই মিলিয়ে যায়
আমার অপেক্ষা ভীরু সরীসৃপের মতো
বুক ঘষে ঘষে এগোতে থাকে...

বিকেলের রোদ চলে যেতে যেতে
যখন পিছু ফিরে তাকায়
দেখি,শালিখ দুটোকে মুঠোয় ভরে
গুঁড়ো গুঁড়ো ছায়া গায়ে মেখে
একটা অভিমানী ব্যাথা
আমার দিকে তাকিয়ে আছে!




(ওএস/এস/নভেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test