E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবলী মোকতাদিরের কবিতা

২০১৬ নভেম্বর ০৮ ১৮:৫১:২১
শিবলী মোকতাদিরের কবিতা






 


জেব্রা

.........................................................

নিষ্ঠুর হাওয়ার মাঝে ফিরে এলে ফের;
জেব্রা দিবসের ডাকে
এলে আলপনা এঁকে এঁকে আকন্দ বনের পাশে।
আর আমাদের লাজুক নাবিক কৃষ্ণ-ধূসর গায়ে;
এলো নুনের অহমিকায়, দ্রাঘিমাংশের নিয়তি নিয়ে পায়ে।

অথচ ব্রিজের বাতাসে তুমি এলোমেলো
উপহারে উ™£ান্ত ব্রোঞ্জের বারতায়
নিয়েছো রসায়ন ঘনত্ব ভালোবেসে- চোখের কালিতে তাকে
তবুও ক্রন্দনে আবির্ভূত হলে আজ গভীর গুঞ্জনে।

এত যে মৃগমাংসের আনাগোনা
তীর ছুঁড়ে শিকারী রয়েছে ঘুমে। অতিথি আতঙ্কে।
কে দেবে পরিত্রাণ! বলো আজ নৈশ কোলাহলে?




সোনা

...................................................................

খনির আয়তন তুলে ধরি, এসো হে খননকারী
গেঁথে রাখি কয়লাতে কলোরব।
দূরে দূরে গৃহপালিত সূর্যের রূপ দেখি অস্তগামী
দেখি আভায় উদ্ভাসিত জাতিসব।

এরা- জিপসী, জেগে থাকে রাতের নিকটে দিন।
ধার্মিকের ন্যায় হটকারী। যেন ধূর্ত জলে মীন।

এত যে প্রযুক্তি, এত বারুদ আর বিজ্ঞাপন
তবু এই ধাতু-সোনা, কলহপ্রবণ,
যতটা তুমি হও খনি আর খননে হিংসাপরায়ণ।


রাশিচক্র

.............................................................

রাশিতে লেখা ছিলো- রক্ত ঝরতে পারে।
জ্যোতিষি বলেনি কোথায়, শরীর অথবা মনে?

হাজারো সমস্যা সরে রেখে ভাবি পুনঃপুন অনুবর্তনে
গ্রহের কোন গ-গোলে
ওগো প্রতিভা এসো তবে ব্যাখ্যার হাত ধরে
আমাকে বোঝাও অতিথিনী।

এ-যাত্রায় নিরুপায়
নো-ম্যানজ ল্যান্ডের মতো আমি যথার্থ অসহায়।


কানকথা - ০১

...............................................................................

আসো এই পথে- তালসহ সঙ্গীতে, বিচূর্ণ পাপড়িতে ভর করে।
প্রতিনিধি প্রশ্ন তুললে সূক্ষ্ম হাসিতে ইন্দ্রিয় ভরে দেবে
মোহর আর মতি নিয়ে বসে আছি আমি
বাহিরে ভীষণ হাসি ও হট্টোগোল, থেকে থেকে চালাকি চমকায়
ওহে ভারপ্রাপ্ত! সিপাহসালার, দেখো তো মরুযাত্রীদল
উট ফেলে হাতি ও ঘোড়া নিয়ে পালালো কোথায়?


কানকথা - ০২

.................................................................

ঝিঁঝিঁ ডাকছে, আবছা আলোয় বোঝা যাচ্ছে
ফিরোজিয়া ঝিঙে ফুল। বিস্তৃত ঝিলে অবনত পীতরাজ
পাপড়িতে উদ্ভাসক শিশিরের ফোঁটা
খানিক দূরে দাঁড়িয়ে রয়েছে দুহিতা
লঘু দাবির তাজা নূপুর নিয়ে বাড়ি ফিরছি আমি
কবি নাকি পিতা!


শিকারি

..................................................

বনের মধ্যে পরিচয় হলো
প্রাপ্ত এক বনচারী
বলি আমি পথ হারিয়ে একা
মারো কিংবা মারি।

দিলে তুমি অভয় কিছুটা
হাতের উপরে পরশ
আমি যে বাঘ পেয়েছি হরিণ
মেটাবোই আক্রোশ।



বাসর

........................................................................

অকারণে চোর এসে চুড়িতে রেখেছে হাত
ভয়ে- মদিরায় ডুবে আমি ধরেছি নির্ঘাত
মনে হলো বাসরের রাত- যথা ও যেমন
দেখি চোর গেলে থেমে যায় চুড়ির কাঁপন।







(এসএম/এস/নভেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test