E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শূন্য রবে তোমার আকাশ

২০১৬ নভেম্বর ১৩ ১২:৫৭:৪১
শূন্য রবে তোমার আকাশ

এইচ এম সিরাজ


নজরুলের পরে বহুকাল ধরে বাংলার মুসলমান পাঠকদের সাহিত্যতৃপ্তি খুঁজতে পড়ে থাকতে হয়েছে কলকাতা কেন্দ্রিক সনাতনী সাহিত্যবন্দী হয়ে। বাংলার পরাধীন সাহিত্যাকাশে মুক্তির আলোকবর্তিকা হাতে উদিত হলেন তেজোদীপ্ত নক্ষত্র, সোনার বাংলার সাহিত্যের মুক্তিবীর- হুমায়ূন আহমেদ। আজ ১৩ নভেম্বর রবিবার তাঁর ৬৮তম জন্মবার্ষিকী।

হুমায়ূন আহমেদ কলকাতাবন্দী পাঠকদের মুক্ত করার এক দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তার মহান যুদ্ধে কলম হাতে ঝাপিয়ে পড়লেন। অবিশ্বাস্য ও অবিশ্রান্ত পরিশ্রমের ফলে তিনি প্রশংসার সাথে উদ্ধার করলেন বেদখলী পাঠক-সাম্রাজ্য। ‘শঙ্খ নীল কারাগার’ নামক এক মোহবিষ্ট উপন্যাসের মাধ্যমে তিনি ভাঙলেন পাঠকদের পশ্চিমা সাহিত্য-কারাগার। তারপর তিনি বিজয়ের কেতন উড়িয়ে একের পর এক বাজিয়ে চললেন হ্যামিলনের বাঁশিওলার মতো তার কথার বাঁশরী।

তার আগমনে বাংলা সাহিত্য তথা উপন্যাস পেল সাম্প্রদায়িক মুক্তি। অনেক দিন পরে হলেও তিনি নিরলস কলমযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনলেন বাংলাদেশের সরল-সাবলীল উপন্যাসের উজ্জ্বল স্বাধীনতা। কলকাতামুখী পাঠকদের তিনি ফিরিয়ে আনলেন আপন ঘরে। সবাই তাকে ঔপন্যাসিক হিসেবে জানলেও তিনি নাটক সিনেমা ও গান যেখানেই হাত দিয়েছেন সেখানেই পাঠক, দর্শক ও শ্রোতার মন জয় করে নিয়েছেন মোহবিষ্টতার মাধ্যমে। অচিন্তনীয় গতিধারায় মুসলিম মধ্যবিত্তের জীবনধারা রচনা করে তৈরি করে গেছেন অনতিক্রম্য এক আপন-ইতিহাস। যে ইতিহাস তার মতো স্বল্প কালের জীবনে আর কারো পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়।

তার হৃদয়ের আলো গিয়ে পড়েছে সর্বশ্রেণির পাঠকহৃদয়ে। কাল স্রষ্টা এই মহান কথাশিল্পীকে কোনো একক বিশেষণে বিশেষায়িত করা কারো পক্ষে আদৌ সম্ভব নয়। তার রচিত ৩৬২খানা বইয়ের থেকেও তার বিশেষণের পরিমাণও বেশি হয়ে যায়। ‘চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয়, চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে, ও আমার উড়ালপঙ্খিরে, আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা- ভাঙ্গা বেড়ার ফাঁকে, একটা ছিল সোনার কন্যা, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলো বৃষ্টিতে ভিজি, ঠিকানা আমার নোট বুকে আছে লেখা’ প্রভৃতি তার কালজয়ী গান। শিশুতোষ ও সায়েন্স ফিকশন রচনাতেও তার ছিল অসীম প্রতিভা। জননী ও জোসনার গল্প, শ্যামল ছায়া, নির্বাসন, ১৯৭১, সৌরভ, সূর্যের দিন ও আগুনের পরশমণি তার কালশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

হুমায়ূন আহমেদ সাহিত্যের পঙ্খিরাজ, তরুণ পাঠকশ্রেণির মনের ডাক্তার। পরিচ্ছন্ন ও হৃদয়গ্রাহী সাহিত্য সাধনার মাধ্যমে তিনি পাঠকের অন্তরে অনন্তকালের অন্তর্জাল রচনা করে গেছেন। হিমু-মিসির আলী, শুভ্র ও রূপাসহ আরো অনেক জনপ্রিয় চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ। তার নামের সার্থকতা তিনি অঝর-অজর কর্ম-সাধনায় অর্জন করে গেছেন। তিনি আমাদের আপনঘর মুখোকারী ঔপন্যাসিক। তার আকাশ আজো শূন্য রয়ে গেছে।

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test