E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবদুল কাদের আরাফাত’র কবিতা

২০১৬ নভেম্বর ১৮ ১৪:১৫:৩০
আবদুল কাদের আরাফাত’র কবিতা







 

খুঁজে নিও

তোমার অগোচরে যদি কখনো হারাই
খুঁজে নিও কবিতার ছন্দে
রাত জেগে পাঠানো অগণিত এস.এম.এস
দুষ্টুমির ছলে দ্বন্দ্বে ।
খুঁজে নিও সকালের মিষ্টি আলোতে
শিশির ভেজা ঘাসে হাঁটার ভাল তে
শরৎ এর কাশবনে, নীলাভ আকাশে
কান পেতে শুনো দখিনা বাতাসে ।

চুপ থাক বলে অভিমান- অভিনয়
চ্যাটে কেটেছে যেটুকু সময়,
খুঁজে নিও আদুরে দুষ্টমণি ডাকে
ভাবতে পারো মনে যতখানি থাকে ।
খুঁজে নিও সেই ধমকের সুরে
হেয়ালিপনায় যদি সরে যেতে দূরে ।

খুঁজে নিও চোখের কাল কাজলে
এলোমেলো চুল আর শাড়ির আঁচলে
যখন যেথায় মনে পড়ে
সজীব পত্র ঝরে পড়ে কখনো
প্রকৃতির খেয়ালি ঝড়ে ।

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test