E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুলতান মু'তাসিম বিল্লাহ্ মাসুম’র কবিতা

২০১৬ নভেম্বর ২২ ১৬:৫৯:৪০
সুলতান মু'তাসিম বিল্লাহ্ মাসুম’র কবিতা







 

জীবনের গল্প

চাকরির পোস্টিং হলো এ কোথায়,
লাগছে যে বড্ড চেনা।
উফ মনে পড়ে গেছে,
এখানেই কাটিয়েছি কিশোরবেলা।
এখান থেকেই শুরু বাবা মার অবহেলা-!!
বাবা ছিলো সামান্য কেরানি।
পরিবার নিম্নমধ্যবিত্ত,
মা তাই যথারীতি গৃহিণী।
প্রতিবেলায় ছুঁয়ে যেত তাদের,
সন্তানহীন থাকার যন্ত্রণা।
এক আশ্রম থেকে আমাকে নিয়ে,
মায়ের কোলে দিয়ে,
বাবা বলেছিলো-এই নাও সন্তান।
মা বলেছিলো-এ তো সন্তান নয়,স্বান্তনা।
ক'বছর বাদে,
ইশ্বর নেমে এসে,
মাকে দিয়ে গেলো সন্তান,নয় সান্তনা।
অতঃপর আমি আবর্জনা।
হয়ে গেলাম আশ্রমের পোলা,
শুরু হলো আমার প্রতি বাবা-মার অবহেলা-!!

পাঠকের মতামত:

২৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test