E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতীক্ষার গভীরে

২০১৬ নভেম্বর ২৫ ১৫:৫৪:১১
প্রতীক্ষার গভীরে






 

দোলা আহেমদ

সন্ধ্যা বেলায় ঘরে ফেরে
আপন সাথীর সাথে
ক্লান্ত শ্রান্ত চঞ্চল পাখির দল ।

সূর্য্য যায় উত্তাল ঊর্মিমালায়
ঘুমন্ত লাল রক্তিমে।
বনের নির্জনে
খুব একাকী বুনোফুল
অপলকে চেয়ে রয় পশ্চিম আকাশ পানে ,
হাস্যউজ্জ্ব শুকতারাটি কখন
দেখা দেবে !!
হায় বুনোফুল ;
প্রতীক্ষার হয়নাকো অবসান
প্রতিক্ষণে তা আরো তীব্র -
কালোমেঘ ঢেকে দিয়ে যায় প্রিয়কে ।
দক্ষিণ বাতাস স্তব্ধ ,
হিমের আগমন উত্তর পথে
কুয়াশার চাদরে মুড়ে থাকে
দিগন্ত বনভূমি ।।

দোতলার কোণের ঘরটি অন্ধকারে
সাঁঝবাতিটুকু জ্বলে ছিলো মাত্র –
তারপর !!
থমথমে পুরো বাড়ী
নাই কোন প্রাণ ,
নাই কোণ হাসি আনন্দ।
একাএকা নিরালায় –
ক্লান্ত দেহটি হঠাৎ গভীর ঘুমে ।।
মাঝ রাতে ঠান্ডা রুটিতে
রাতের খাবার-
নিস্তব্ধ বিছানায় ক্লান্ত মন ।

পিঞ্জরে বন্দি পাখি ছটফটায়
অশ্রুজলে –
ডানাকাটা অসহায় ।।
ভাবনারা হারিয়ে যায় দীর্ঘশ্বাসে
গভীর বেদনায় বলে যায় প্রতিক্ষণ-
‘হায় জীবন’!

বুনোফুল জেগে রয় সারারাত
প্রতীক্ষার গভীরে ------


(ডিএ/এস/নভেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test