E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চন্দ্র পাল’র কবিতা

২০১৬ নভেম্বর ২৮ ১৬:২২:৪৭
দীপক চন্দ্র পাল’র কবিতা







 

শতবর্ষের স্মৃতির

কত উচ্ছল দিগন্তে সূর্যালোকের মত
ঘোমটা পরে সেজেছিলে তুমি.
অতীতের কত স্মৃতি মনে পড়ে এ দিনে
ফিরে তাকাও একটি বার ফেলে আসা দিগন্তে
জীবন সাজিয়েছিলে কোন অনাবিল আনন্দে
চলে এলে কত বছর দুরে।
শত বর্ষ পরে ।
তোমার মনে পড়ে?
অসীম আকাশে চন্দ্র তারকায়,
স্মৃতিখানি থাক সুখ বাসনায়।
দিন,মাস,বছর যুগ পেরিয়ে-
কড়া নাড়ছে একশ টি বছর আজ
মিলনের ছোঁয়ায়-
ফেলে আসা অতীত,যেন হাতছানি দেয় বার বার।
আয় ছুটে আয় ফিরে সমস্ত সুখ ঘিরে ,
শতবর্ষ বার্ষিকীতে অনাবিল সুখ বয়ে যাক,
তোমাদের হৃদয়াঙ্গনে হাসির রসে।
ভাবছ কি বসে ?
এতো দিন মাস বছর যুগ পেরিয়ে
ফেলে আসা অতীতকে ঘিরে-
বার বার পড়ে মনে হাজারো স্মৃতি ঘিরে
কত-দুঃখ,যাতনা সুখ নীড়ে।
খেলায় গিয়েছে মিশে/ভেসে
কাটিল সময় কত নিরবে-নিভৃতে,
বসন্তের ঝরা পাতা মর্মর ধ্বনি তুলে
তবু,তোমাদের রোমাঞ্চকর স্মৃতি থাক মিলে মিশে-
আজিকার দিনে।
ইতিহাস ধরে পেছনে তাকাই একট দূরে,
যৌবন কাল ছিল তখন ভাবনার করিডোরে-
কুয়াশায় হিমশীতল পত্র পল্লব,
সোনালী সূর্যের মিষ্টি ঝলক আহ্বান করে
আসন্ন মাস বছর, যুগ যুগ ধরে।
শতবর্ষ উৎসব মিলন মেলা শত হাজারো মুখের দর্শন,
মধুময় হোক তোমাদের শতবষের্র স্মৃতিরমেলা-
হৃদয় থেকে নিংড়ানো ভালবাসা ঘিরে।
এ কোন বন্ধনে ভাগ্যের জোরে
আমরাও হলাম শরিক শত বর্ষের উৎসবে।
আগামীর সন্ধানে আবার শত বর্ষ পরে-
কারো সনে হবে কি দেখা?
আরো বেঁচে থাকো সকলে অনাদিকাল ধরে।



পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test