E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোসাইন মোহাম্মদ মিরাজ’র কবিতা

২০১৬ ডিসেম্বর ০২ ১৬:৫৭:৫৪
হোসাইন মোহাম্মদ মিরাজ’র কবিতা







 

ফিদেল কাস্ত্রো

বন্দি করো।
ইতিহাস আমাকে মুক্ত করবে।
অন্ধকার একনায়ক ফুলদেগন্সিও বাস্তিতা-
কিউবা মুক্ত- স্বাধীন।
কিউবা সমাজতান্ত্রিক।
শুধু কিউবায় কাস্ত্রো নয়
ফিদেল কাস্ত্রো সমগ্র পৃথিবীর প্রেরণা।
বিপ্লব যেখানে ফিদেল প্রতীক সেখানে বিদ্যমান।
সমাজতন্ত্রের জয়গান চির অমলিন
চির বিপ্লবী থাকবেই চিরদিন।
এ প্রস্থান নয় কাস্ত্রের বিশ্রাম
বিপ্লব চলবে অন্যায়ের নস্যাৎ এ-
সাম্রাজ্যবাদের তুলাধোনা, বিপ্লবের জয়গান।
অন্যায়ের গর্জনে লীন হয়না মুক্তির বিপ্লব
ন্যায়, রুটি-রুজি আর স্বাধীনতা
বিদ্রোহের তারা জ্বলে, চাঁদ হয়ে মহাকাল।
যেমন জ্বলছে শুকতারা হয়ে কাস্ত্রো কিউবায়
যেমন জ্বলছে ফিদেল সমাজতন্ত্র প্রতিষ্ঠায়।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test