E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাইফুল বিন হানিফ’র কবিতা

২০১৬ ডিসেম্বর ১১ ১৯:০৭:২১
সাইফুল বিন হানিফ’র কবিতা







 

তোমার আমার যুগল কবিতা

যুগল স্তনের মাঝখানে ঝুলছে যীশু
ঝকঝক শব্দে চলছে ট্রেন,
দুমড়ে মুচড়ে যাচ্ছে লোমকূপ
ঈশ্বর দৃশ্যমান মিথুনে।
ঘরের ভিতর ঘর,
মনের ভিতর মন।
আবরণ সৃষ্টি করে ঘর,
আবরণ সৃষ্টি করে মন।
নিপুণ হাতে সংসার করার বাসনায়
তেল হয় জল।
ঘুম ভাঙ্গানো চোখের কাজল, টিপ
চোখের ছায়া খেলা করে চুলের সাথে।
জীবন মধু ,
মধু আসে ভিতর বাহির
অন্তর্ধান গ্রাস করে ,
দু'ফোটা চোখের জল আনন্দে ম্নান হয়
অদ্ভু্ত নিয়তি হোলি খেলায়
রোদ লজ্জা পায় ,
রোদও চুমু দিতে চায়
যে চুমু ঠোঁটে ঠোঁট ,
কোকিলের মত সংসারে কাক হয়
কুকুরটাও বড্ড আপন হয়ে যায়।
তোমার কবিতা লেখার মুখ
আমাকে মেঘের দোলায় সূর্য নাচায়।
তুমি পৃথিবী নাকি অক্সিজেন?
গ্রহের ভিন্নতা হলেও অক্সিজেন অনস্বীকার্য
অক্সিজেন হৃদয়ের বাম প্রোকষ্ঠে
অক্সিজেন অক্সিজেন
তুমি অক্সিজেন।
তুমি তিলোত্তমা
তুমি উর্বশী
তুমি অশরীরি
আমার নাড়ীতে।
তুমি তুমিই
তুমি দেবী
কবিতাদেবী।
বায়ুর মধ্যে থাকলে অক্সিজেনের গুরুত্ব বুঝা যায় না,
এভাবেই সকালবেলার কবিতা হয়
চিৎকারের শব্দে শব্দে।
বুদ্ধের গলায় যীশু পাহারত রাধা কৃষ্ণ,
কাক খুটে খায় মৃত পাখিক্‌
ইস! নিদারুণ,
বড্ড কষ্ট হয়
কষ্ট কেন
বুকের মাঝে ভালবাসা ও বিরহ।
বুদ্ধের গলায় যীশু , পাহারারত রাধাকৃষ্ণ , রমনী ও শিশু।
কবি নজরুলও হয় ভগবান।
এরিস্টটল ও পিছু ছাড়ে না একটা বিড়াল স্থির নয়নে।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test