E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মো. আলী আশরাফ খান’র কবিতা

২০১৬ ডিসেম্বর ১২ ১৫:০১:৩০
মো. আলী আশরাফ খান’র কবিতা







 

নেই কারো বোধশক্তি!

চারদিকে ধ্বংসের দাবানল জ্বলছে তো জ্বলছেই
নেভানোর সাধ্য যেন নেই কারো!
কি এক মানব রূপের দানব দল খেলছে হলিখেলা
চলছে অবিরাম ধর্ষণ-নৃশংস হত্যাযজ্ঞ।

চোখের জলে নদী হয়-সাগর ছাড়িয়ে মহাসাগর
কাঁদছে মানবতা-নেই কারো বলার কিছু-ই!
বীভৎস নারকীয়তার পোড়া গন্ধে প্রকৃতি ছন্দ হারায়
হাসছে শকুন সব উলঙ্গনৃত্যে বেসামাল!!

বিশ্ব নেতারা অধিষ্ঠিত ক্ষমতার আসনে বাঁকাচোখে
লজ্জাহীন প্রাণি, যেনমানবতার বুলি ছড়ায়।
নেই কারো বোধশক্তি! মূল্যহীন অগণিত অসহায় প্রাণ
পতিত অন্ধকারে কঠিন সময় করছে পার।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test