E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিল্প কোনো ধরাবাঁধার বিষয় নয়’

২০১৬ ডিসেম্বর ২৯ ১৭:৪০:০৭
‘শিল্প কোনো ধরাবাঁধার বিষয় নয়’

রাবি প্রতিনিধি : কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, মানুষের মনোবৃত্তির জন্য অনেক দিক রয়েছে। তার মধ্যে একটি সৌন্দর্য পিপাসা। এ পিপাসা থেকেই মানুষের বিশুদ্ধ সৌন্দর্য সৃষ্টির তাড়না জাগে। তার প্রকাশ ঘটে শিল্পের অন্যতম একটি শাখা চারুকলায়। এ শিল্প হলো চর্চা ও অনুভবের বিষয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে ৯ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, শিল্প কোনো ধরাবাঁধার বিষয় নয়। আজকের এ প্রদর্শনীরও প্রত্যেকটা শিল্পকর্মের প্রধান বিষয় হলো সৌন্দর্য। এ ধরনের শিল্প প্রদর্শনী দর্শনার্থীদের মনে সৌন্দর্য পিপাসা বাড়িয়ে দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।

চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. আবু তাহের ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান।

উদ্বোধন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এতে সকল বিভাগে শ্রেষ্ঠ পুরস্কারে মনোনীত হন চিত্রকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরে আলম মিয়া।

প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এতে চারুকলা অনুষদের তিনটি বিভাগের ২৮৮ জন শিক্ষার্থী মোট ৩৭৯ টি শিল্পকর্ম প্রদর্শন করবেন। এর মধ্যে চিত্রকলা ৭১টি, প্রাচ্যকলা ৬০টি, ছাপচিত্র ৫০টি, ডিজাইন ৫৪টি, কারুশিল্প ৪৭টি, শিল্পকলার ইতিহাস ৮টি, মৃৎশিল্প ৫৪টি ও ভাস্কর্য ৩৫টি।

(ওএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test