E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেনিস আক্তারের কবিতা

২০১৭ ফেব্রুয়ারি ০২ ১২:৪২:১৪
জেনিস আক্তারের কবিতা






 

তৃষ্ণার স্বপ্ন সংসার


গভীর রাতে নিদ্রাবিভোরতায় একফোঁটা মূর্ছনা তৈরি হয়
একমুঠো আঁধারের হাতে দুই মুঠো স্বপ্ন বন্দী করি-
কবিতার অল্প কিছু অক্ষরে গাঢ় ঘনত্বের অনুভূতি,
পদধূলির আস্ফালনে পথের কাব্যে স্বতন্ত্র এমনই গল্প রেখে ,
এগিয়ে চলি আমি ।
ধূলোর রাজ্যে অমলিন থেকে যায় দুই মুঠো স্বপ্নের সেই ছন্নছাড়া গল্প ।
তোমাকে ভালবাসার গল্প , তোমাকে ভালবেসে তীব্র আবেগের গল্প।

শরীর , মন, আর মহাকাল দিগন্ত জুড়ে আঁধার নেমেছে
আহত পাখির কলরবে বিষন্ন সন্ধ্যা নামে শহরের বুক জুড়ে
কেমন যেন অসংজ্ঞায়িত এক বাস্তবতা ।
তোমার জন্য লেখা ভালোবাসা আজীবন স্থায়িত্বের খোলসে মোড়া ।
পথের দৈর্ঘ্য আনুমান অতীত ।
'হয়ত' -'নয়ত' একটি সংশয় , অপেক্ষার কালাজ্বরে আক্রান্ত মস্তিস্ক ।
অপেক্ষা আজ নিজেই অপেক্ষেয়মান ।

মূর্ত বিমূর্তের বাসনা কোন একদিন হবে শেষ
হবে এ দ্বন্ধ তত্ত্বের চূড়ান্ত অবসান।

ক্ষুধার ঘাম তিরতির করে মগজ বেয়ে গ্রীবায়,
চুম্বনের অনাধিকার চাষে হ্নদয় ক্ষতবিক্ষত!
জলের ঢেউয়ে জলের তৃষ্ণা বাড়ে;
একবার ছুঁয়ে দাও অনিল, তারপর মরে যাই।

বিপুল বিস্ময়ে পৃথিবীর দিগন্ত রেখায় অলিন্দ্য কষ্টনীলা!
হৃদয়ের সীমান্ত জুড়ে অনাদি কালের দহন!
তীব্র বিষন্নতায় মাখা কবিতা পড়া শেষে টের পাই

আমার বুক জুড়ে সে কি শূণ্যতা!

নিষেধের প্রাচীর গুঁড়িয়ে সহস্রবার-
একটি সংসার দেবো বলে বুকের ভিতর জীবন্ত কষ্ট

স্পর্শকাতর নিঃশ্বাসে বিষ ঢেলে,

অগ্নিঝরা উত্তাপে প্রবল তৃষ্ণায় প্রেম জাগিয়ে মনে;
অনিল,তোমার বুকের উপর বসে আছি ভালবাসার তলোয়ার হাতে ।
















(জেএ/এস/ফেব্রুয়ারি ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test