E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবিতে কবি মজিদ মাহমুদকে সম্মাননা

২০১৭ ফেব্রুয়ারি ০২ ১৫:০৯:৪৫
জাবিতে কবি মজিদ মাহমুদকে সম্মাননা

নিউজ ডেস্ক : ‘স্বপ্ন দুয়ার খুলে আসুক অরুণ আলো’ শ্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি কবি মজিদ মাহমুদকে এবারে সম্মাননা প্রদান করেছে।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত জলসিঁড়ি’র দ্বাদশতম সাংস্কৃতিক মেলার শেষদিন ৩১ জানুয়ারি মঙ্গলবার কবিকে এ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বের শুরুতেই কবিকে ফুলের শুভেচ্ছা জানান জলসিঁড়ির সদস্যবৃন্দ। কবির হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সম্মানিত সদস্য শরিফুল ইসলাম। এর পরে মজিদ মাহমুদের কবিতা থেকে আবৃত্তি করা হয়। আবৃত্তিতে অংশ নেন তানভীর, শীতল, তন্বী, অনিন্দিতা, রাখি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য, ছাত্র ও শিক্ষকবৃন্দ।

মজিদ মাহমুদ তার প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সময়ের সংকট মোকাবেলায় জলসিঁড়ির মতো সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। এখনো যারা ক্ষমতা, অর্থ ও আধিপত্যের বাইরে থেকে মননশীল চেতনা বিকাশে কাজ করছে তাদের জন্য পরিবেশ তৈরি করতে হবে। কর্তৃত্বপরায়ণ ও লোকরঞ্জন চেতনা থেকে বেরিয়ে এসে মানুষ হিসাবে অন্তরের আলোয় পথ চলতে হবে।

দ্বিতীয় পর্বে জলসিঁড়ির সদস্যগণ একটি মনোগ্রাহী কাব্যনাট্য পরিবেশন করেন। এতে অংশ নেন রিপন সাহা, আশিফা সুলতানা আশা, ওয়াসিম সাজ্জাদ তানভির, আবির মিয়া, সাদিয়া আফরিন তন্বী, অনিন্দিতা বিনতে আনোয়ার, সৈয়দ সিফাত, অমিত রায়, শাওন সারোয়ার, লিমন প্রমুখ।

(এইচআর/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test