E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীপক চন্দ্র পাল’র কবিতা

২০১৭ ফেব্রুয়ারি ১৪ ১৫:৩৫:১৩
দীপক চন্দ্র পাল’র কবিতা







 

ভালবাসা

অবারিত সাগরের জল রাশি দেখে
তুমি বলেছিলে মুগ্ধ আমি।
নির্মল বাতাতে সাগর জল রাশি
হাজারো ঢেউ তুলে নির্ভাবনায়-
স্বল্প বসনে তুমি-
রৌদ্র স্নানে মগ্ন,ঢেউয়ের আঘাতে
তুমি নিমগ্ন উচ্ছাসে,
প্রকৃতির রূপে, ভাবনায় বিভোর নিরবে-
ভুলে ছিলে তুমি।
জলরাশি আঘাত করছে বার বার দুরন্ত বেগে।
নিরন্তর ভালবাসা মিশে ঢেউ গুলি আছরে পড়ছে
তোমার নরম দেহের ’পরে ।
অনাবিল সুখে চেয়ে আছো নীলাচলে-
শরতের খন্ড মেঘের দৌড় সমগ্র আকাশ জুড়ে।
তখনো অস্তাচলে ঢলে পড়েনি সূর্য-
প্রকৃতির প্রচন্ড তাপিত আলো মত্য-জলে খেলা করছে,
ঢেউ তুলে।
হেঁটে হেঁটে নির্বাক হয়ে পথে-বালু-কনা মারিয়ে,
প্রবেশ করলে গৃহে-
গোধুলি তখনো স্পর্শ করেনি ধরায়,
পশ্চিমাকাশে রক্তিম সূর্য ডুবছে ধীরে।
অপলক নেত্রে হাজারো দৃষ্টি,পরিল আধারে-
চন্দ্র-তারকার আর্বিভাবে শীতল পরশে-
ঝাউ বনে ঝিরি ঝিরি শব্দ,
কখনো বনের পাখির কুজনে
মনে উৎফুল্লতার আর্বিভাব ঘটছে।
রাত গভীর,
জ্যোছনার নিমগ্ন আবাহন-হালকা হীমেল বাতাসে-
জীবনের অনাবিল সুখের পরশ সমুদ্র গহনে,
আমিও হারাতে চাই নরম পরশে-
তোমার পবিত্র সকল ভালবাসায় ।

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test