E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাজী জুবেরী মোস্তাক’র কবিতা

২০১৭ জুন ২১ ১২:০০:৪৩
কাজী জুবেরী মোস্তাক’র কবিতা







 

ভালো রাখার অধিকার

তুমি হয়তো ভুলে গেছ ডাকতে
তাইতো আমি এসেছি ফিরে ,
শুধু একটা অব্যক্ত কথা বলতে
যা হয়তো তুমিও শুনতে চাও
তুমিও বলোনি বুঝি লজ্জা পাও?
তাইতো আমিই এসেছি নেমে
বৃষ্টি বিধৌত এই শহরের পথে ,
আগ বাড়িয়ে তোমার মফস্বলে
শুধু একটি কথাই বলবো বলে ৷
বৃষ্টি বিধৌত এই প্রকৃতির মতো
খুব প্রাণবন্ত লাগছে তোমাকেও ,
বুঝি উৎফুল্ল হয়ে আছ শুনতে
না ডাকতেও কেনো এলাম ফিরে ?
একগুচ্ছ কদম এনেছিলাম দিতে
আর ভালো রাখার অধিকার চাইতে
মেয়ে সেই অধিকার কি তুমি দিবে?

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test