E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ভাবছে ভারত

২০১৪ জুন ৩০ ১২:০৯:৩০
দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ভাবছে ভারত

স্পোর্টস ডেস্ক : রাহুল দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ভাবছে ভারতের ক্রিকেট বোর্ড! ২০১১ বিশ্বকাপের ঠিক পরের ইংল্যান্ড সফর এখনও কাঁটার মতো বিঁধে আছে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ার-প্রোফাইলে৷ ০-৪৷ এই দুটো সংখ্যাতেই পরিচয় ওই সিরিজের৷ এ বার ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই ঝুঁকি নিতে রাজি নয়৷ ১৩ ম্যাচে ১৩৭৬ রান৷ গড় ৭৮.৮০৷ ছ'টা সেঞ্চুরি৷ ইংল্যান্ড থেকে এ রকম সব মণিমুক্তো নিয়ে এসেছিলেন দ্রাবিড়৷ তাই 'দ্য ওয়াল'কেই যোগ্য মনে করেছেন ম্যানেজার ডানকান ফ্লেচার৷

বোর্ড সচিব সঞ্জয় প্যাটেলের কথায়, 'কোচ ফ্লেচারই আমাদের সঙ্গে যোগাযোগ করে, দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে চেয়েছিলেন৷ আমরা রাহুলকে সেটা জানাতে, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়৷' ফ্লেচার বিসিসিআইকে জানিয়ে ছিলেন, দ্রাবিড়ের মতো বিশাল অভিজ্ঞ কাউকে পেলে ভালোই হয়৷ সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে দ্রাবিড় সময় কাটালে তাতে উপকারই হবে, বলে মনে করেন ফ্লেচার৷

গত মার্চে সুনীল গাভাসকর দ্রাবিড়কে ভারতের কোচ করার দাবিই তুলে দিয়েছিলেন৷ সেই সময় দ্রাবিড়ের পক্ষে গাভাসকরের যুক্তি ছিল, 'রাহুল টিমে খুব সম্মান পেয়ে থাকে৷ সফল ক্যাপ্টেনও৷ ও যখন কিছু বলে, এখনকার টিমের সুপারস্টাররাও সেটা মন দিয়ে শোনে৷ কারণ, তারা জানে কী পরিমাণ পরিশ্রমে রাহুল দ্রাবিড় তৈরি৷'

শেষ পর্যন্ত ভারতের কোচ না হলেও ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দ্রাবিড় কার্যকরী হবেন বলে মনে করছেন অনেকে৷ সেই সঙ্গে অনেকে একটা প্রশ্ন তুলে ফেলেছেন৷ ব্যাটিং না হয় হল, নির্বিষ বোলিং আক্রমণের ওষুধ কী হবে?

(ওএস/এইচআর/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test