E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 টাইব্রেকারের প্রস্তুতি সেরে রাখছে আর্জেন্টিনা!

২০১৪ জুন ৩০ ১৪:১২:২৪
 টাইব্রেকারের প্রস্তুতি সেরে রাখছে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে টাইব্রেকারের প্রস্তুতি সেরে রাখছে। মঙ্গলবার সাও পাওলোয় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সুইসদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে।

শনিবার ব্রাজিল ও চিলির ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে শেষ আটে ওঠে স্বাগতিক দল। গোল করতে ব্যর্থ হন দুই দলের পাঁচ খেলোয়াড়। শক্তির বিচারে সুইজারল্যান্ডের তুলনায় আর্জেন্টিনা অনেক এগিয়ে। এবারের আসরের অন্যতম ফেভারিটও লাতিন আমেরিকার দেশটি।

কিন্তু ব্রাজিল বিশ্বকাপের শুরু থেকে যেভাবে ছোট দলগুলো চমক দেখাতে শুরু করেছে তাতে টুর্নামেন্টের সেরা আক্রমণভাগও সুইস রক্ষণে আটকে যেতে পারে। আর তাই শেষ পর্যন্ত টাইব্রেকার পরীক্ষায় নামতে হলে অনুশীলনটা তো ভালো থাকা চাই।

রোববার বেলো হরিজন্তেতে অনুশীলন ক্যাম্পে স্পট কিক অনুশীলন করেন চার ফরোয়ার্ড লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন, এসেকিয়েল লাভেস্সি, আনহেল দি মারিয়া, মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো ও ডিফেন্ডার মার্তিন দেমিচেলিস।

বিশ্বকাপে আর্জেন্টিনার ‘টাইব্রেকার ভাগ্য’ অবশ্য বেশ ভালো। টাইব্রেকারে গড়ানো চার ম্যাচের তিনটিই জিতেছে তারা। ১৯৯০ সালে সাবেক যুগোস্লোভিয়া, ইতালি এবং ১৯৯৮ সালে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। আর ২০০৬ সালে জার্মানির কাছে হেরে বাদ পড়ে তারা।

(ওএস/পি/জুন ৩০,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test