E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুয়ারেজের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনা

২০১৪ জুলাই ০১ ০৯:২৪:২২
সুয়ারেজের স্বীকারোক্তি ও ক্ষমা প্রার্থনা

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত স্বীকারোক্তি দিয়েছেন লুই সুয়ারেজ। বলেছেন ইতালির জিওরজিও চেল্লিনিকে সত্যি সত্যিই কামড় দিয়েছেন তিনি। অনুতপ্ত সুয়ারেজ এ জন্য ইতালিয়ান ফুটবলারের কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন। একই সঙ্গে ফুটবল বিশ্বের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। উরুগুইয়ান ফুটবলার প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে আর কখনোই এমন কাজ করবেন না।

চেল্লিনিকে কামড়ানোর অপরাধে নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন সুয়ারেজ। এমন হীন কাজ করার পর গ্রুপপর্বের ইতালি-উরুগুয়ে ম্যাচের পরপরই ব্রাজিল বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার। চেল্লিনিকে কামড়ানোর কারণে ৪ মাসের জন্য যে কোনো ফুটবলে আর ৯টি আন্তর্জাতিক ম্যাচে উরুগুয়ের এই ফুটবল তারকাকে নিষিদ্ধ করেছে ফিফা। সুয়ারেজের অনুপস্থিতিতে উরুগুয়েরও এবারের মতো বিশ্বকাপ মিশনে যবনিকা পড়েছে। কিন্তু সুয়ারেজ বিতর্ক শেষ হয়নি এখনও। পক্ষে-বিপক্ষে নানান কথা চলছেই। কেউ সুয়ারেজের সমালোচনায় মগ্ন, কেউ আবার সুয়ারেজকে শাস্তি দেওয়ায় বিশ্ব ফুটবলের মাথা ফিফার মুণ্ডপাত করছেন। তবে শেষ অবিধ স্বয়ং সুয়ারেজই এই বিতর্কে জল ঢেলে দিয়েছেন। নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে উরুগুইয়ান তারকা লিখেছেন, ‘ওইদিন মাঠে সত্যিই চেল্লিনিকে কামড়েছিলাম আমি। এ কাজের জন্য আমি অনুতপ্ত। চেল্লিনির কাছে ক্ষমা প্রার্থনা করছি, সঙ্গে ফুটবলের বিশ্ব পরিবারের কাছেও। প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আর কখনোই এমনটা ঘটবে না।’

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারেও একই বার্তা দিয়েছেন সুয়ারেজ। যার কাছে ক্ষমা চেয়েছেন সেই চেল্লিনিও তা পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনিও ফিরতি টুইট করেছেন, যেখানে সুয়ারেজকে তিনি ক্ষমা করেছেন বলে ঘোষণা দিয়েছেন। টুইটারে চেল্লিনি লিখেছেন, ‘আমি ওটা মনে রাখিনি। ভুলে গেছি। আশা করি, ফিফা শিগগিরই তোমার শাস্তি কমানোর সিদ্ধান্ত নেবে।’

এদিকে সুয়ারেজকে দলে ভেড়াতে সব কাজ প্রায় গুছিয়ে ফেলেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এর আগে সুয়ারেজের এমন উদারতা দেখিয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি অনেকেই বাঁকা চোখে দেখতে শুরু করেছেন। তাদের ধারণা, বার্সেলোনার চাপেই এভাবে প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চেয়েছেন সুয়ারেজ। যারা এমন মনে করছেন, তাদের মধ্যে ইংলিশ ফুটবল গ্রেট গ্যারি লিনেকারও রয়েছেন।

(ওএস/এইচআর/জুলাই ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test