E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেক্সিকোর নকআউট ‘দুঃখ’

২০১৪ জুলাই ০১ ১১:০৯:৪০
মেক্সিকোর নকআউট ‘দুঃখ’

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ১৯৮৬ বিশ্বকাপ। স্বাগতিকের সুবিধায় খেলেছিল মেক্সিকো। দুর্দান্ত বিস্ময় ছড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্বাগতিক শিবির। তবে সেমিফাইনাল খেলা হয়নি। স্বপ্নভঙ্গ হয় জার্মানদের সঙ্গে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র। অতিরিক্ত সময়ও গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু টস নামক এই খেলায় মেক্সিকো হেরেছিল ৪-১ গোলে। বিদায় নিলেও ঐ বিশ্বকাপটাই মেক্সিকোর জন্য স্মরণীয় হয়ে আছে সেরা অর্জনের কল্যাণে। কারণ এর পরের বিশ্বকাপে নিষেধাজ্ঞার কারণে খেলাই হয়নি।

১৯৯৪ থেকে প্রতিটি বিশ্বকাপে সরব উপস্থিতি। দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় রাউন্ডে উঠে আসা, কিন্তু কোয়ার্টার ফাইনালে আর ওঠা হচ্ছে না। কী এক গেরোর মধ্যে পড়েছে মেক্সিকো, তা বোঝাই দায়। পরশু রাতে অনেকে মনে করেছিল হল্যান্ডের বিরুদ্ধে সেই গেরো কাটিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে মেক্সিকো। কিন্তু বিধিবাম। খুব কাছাকাছি গিয়ে সেই স্বপ্ন পূরণ হয়নি। শেষ মুহূর্তে দুই গোলের কমলা ঝড়ে বিদায় নিয়েছে মেক্সিকো। কেন দ্বিতীয় রাউন্ড পার হতে পারে না মেক্সিকো, টানা ছয়টি বিশ্বকাপে তা হয়ে থাকল চরম ধাঁধাই।

১৯৯৪ বিশ্বকাপে মেক্সিকোর ‘সর্বনাশ’ হয়েছিল বুলগেরিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে। ১৯৯৮ বিশ্বকাপে জার্মানি, ২০০২ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে পরপর দুবার আর্জেন্টিনা আর এবার হল্যান্ড। মেক্সিকোর নিয়তি যেন দ্বিতীয় রাউন্ডেই বাঁধা! ব্রাজিলকে হারিয়ে ২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী মেক্সিকোর স্বপ্ন নিশ্চয় দ্বিতীয় রাউন্ডেই সীমাবদ্ধ ছিল না। সোনাজয়ী দলের ১০ তরুণ-তুর্কির এই দলের কাছে প্রত্যাশার সীমাটা ছিল আরও বিস্তৃত। প্রথম পর্বের তিন ম্যাচে দারুণ খেলেই দ্বিতীয় পর্বে উঠেছিল মেক্সিকো। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ‘জয় সমতুল্য’ ড্র আত্মবিশ্বাসের পারদ তুলে দিয়েছিল অনেক ওপরে। গোলরক্ষক গিলের্মো ওচোয়াও স্বপ্ন দেখিয়েছিলেন তার দেশকে। ব্রাজিলকে প্রায় একাই ঠেকিয়ে দেয়া এই গোলরক্ষকও পরশু নিয়তির কাছে আত্মসমর্পণ করলেন।

প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডস সান্তোসের গোলে লিড নেয় মেক্সিকো। এই ম্যাচে গোলরক্ষক ওচোয়ার পারফরম্যান্সও ছিল দেখার মতো। ৮৭ মিনিটে ওয়েসলি স্নাইডারের দুর্দান্ত গোলের পরও স্বপ্ন জিইয়ে ছিল মেক্সিকানদের। তবে আরিয়েন রোবেনের মারফত ডাচরা বিতর্কিত পেনাল্টি থেকে গোল পেলে চূর্ণ হয় মেক্সিকান স্বপ্ন (২-১)।

এ বিদায়ের পিছনে মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা দায়ী করেছেন বাজে রেফারিংকেই। শুধু এই ম্যাচই নয়; হেরেরার মতে, এ বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের তিনটিতেই বাজে রেফারিংয়ের শিকার মেক্সিকো, ‘বিশ্বকাপে সবকিছুই মেক্সিকোর বিপক্ষে যায়। আমরা চার ম্যাচের তিনটিতেই ‘রেফারি-দুর্যোগ’-এর শিকার। বুঝি না, কেন একই কনফেডারেশনের (ইউরোপ) রেফারি আমাদের ম্যাচে দেয়া হয়? কেন আফ্রিকান, এশিয়ান কিংবা দক্ষিণ আমেরিকান থেকে দেয়া হয় না? সব সন্দেহজনক সিদ্ধান্ত মেক্সিকোর বিপক্ষে যায়। দুর্ভাগ্য আমাদের, প্রত্যাশা পূরণ হলো না।’

(ওএস/এইচআর/জুলাই ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test