E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিসিবিতে আত্মীয়করণ চলছে!

২০১৪ জুলাই ০১ ১১:৩৩:০১
বিসিবিতে আত্মীয়করণ চলছে!

স্পোর্টস ডেস্ক : ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে ছিলেন আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। আইসিসির সহসভাপতির দায়িত্ব নিয়ে লোটাস কামাল বিসিবি ছাড়ার পর দুবছর কেটে গেছে। তারপর থেকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। আইসিসি সভাপতির দায়িত্ব নিয়ে দেশে ফিরে সোমবার লোটাস কামাল সমালোচনা করেছেন বিসিবির। জাতীয় দলের অধঃগতির পারফরম্যান্স নিয়েও কথা বলেন। বিসিবিতে আত্মীয়করণের বিষয়টিও তিনি তুলে ধরেন। জাতীয় দলের বাজে পারফরম্যান্সের পিছনে শৃঙ্খলার অভাব বলে জানান লোটাস কামাল।

বিসিবিতে আত্মীয়করণের বিষয়টি বেশ কিছুদিন ধরেই ক্রিকেটাঙ্গনে সমালোচিত। লোটাস কামাল খেলোয়াড়দের ক্রিকেটের বাইরের কর্মকাণ্ডে বেশি সময় ব্যয় করার সমালোচনা করেন। তিনি বলেন, ‘ঢাকা শহরের সব জায়গায়, যেখানে-সেখানে আমাদের প্লেয়ারদের দেখা যায়। এটা তো এক সময় ছিল না। আমি তো মেলবোর্নে কোনো প্লেয়ারের ছবি পাই নি, আমি লন্ডনে কোনো প্লেয়ারের ছবি পাই নি, আমি তো মুম্বাইয়ে কোনো রাস্তা-ঘাটে প্লেয়ারের ছবি পাইনি। এখানে শুটিং করতে সময় চলে যাবে নাকি প্র্যাকটিস করবে। এভাবে যদি চাচা-ভাতিজা, আত্মীয়স্বজন, নানা-নাতি ক্রিকেটে ঢুকে পড়ে তাহলে জাতির সঙ্গে ঠিক কাজ করা হবে না বলে আমি মনে করি। জাতির প্রতি আমাদের অবিচার করা ঠিক হবে না। আপনাকে শক্ত হতে হবে। শৃঙ্খলা আনতে হবে। ক্রিকেট একটা শৃঙ্খলার বিষয়। শৃঙ্খলা না আনলে আমরা কখনই এগুতে পারব না। আমাদের সাকিব, মাশরাফি, মুশফিককে খারাপ বলেন, আমাদের কে খারাপ বলেন। আমাদের সমস্যা একটা, শৃঙ্খলা আনতে হবে। খেলাধুলার পূর্বশত শৃঙ্খলা।’

২০১৪ সালের শুরু থেকে মাঠের ক্রিকেটে ধুঁকছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার কাছে হোম সিরিজে হার, এশিয়া কাপে ভরাডুবিসহ আফগানিস্তানের কাছে লজ্জার হার, টি-২০ বিশ্বকাপেও ব্যর্থতার মিছিলে ছিল মুশফিকুর রহীমের দল। এমনকি হংকংয়ের মতো দলের কাছেও হারের তিক্ততা সঙ্গী হয়েছে বাংলাদেশের। সর্বশেষ গত জুনে ভারতের দ্বিতীয় সারির দলের কাছেও সিরিজ হেরেছে বাংলাদেশ দল। সব মিলিয়ে চলতি বছরে টানা নয়টি ওয়ানডে ম্যাচ হারের বোঝা বয়ে বেড়াচ্ছে মুশফিক বাহিনী। তবে লোটাস কামাল মনে করেন এই বিপর্যয় সাময়িক। দ্রুতই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে বলে আশা করেন তিনি। আইসিসি সভাপতি বলেন, ‘হয়তো এখন আমাদের যে বিপর্যয় এটা সাময়িক। ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে। নতুন ম্যানেজমেন্ট আসছে। হয়তো নতুন ম্যানেজমেন্ট এখনও নিজেদের খাপ খাইয়ে নিতে পারেনি টিমের সঙ্গে, পুরো অবস্থার সঙ্গে। আমি বিশ্বাস করি এসব সাময়িক। সবই হবে ইনশা আল্লাহ।’

(ওএস/এইচআর/জুলাই ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test