E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোজা রেখেই খেলেছে আলজেরিয়ান খেলোয়াড়রা

২০১৪ জুলাই ০১ ১৪:০৮:৪১
রোজা রেখেই খেলেছে আলজেরিয়ান খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : রোজা রেখেই খেলেছেন আলজেরিয়ান খেলোয়াড়রা গতকাল জার্মানির সাথে রাউন্ড অফ সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচে। এবং ২-১ গোলের পরাজয়ের উপর রোজা রাখার কোনো প্রভাব নেই বলে বললেন আলজেরিয়ান গোলকিপার।

আলজেরিয়াশক্ত প্রতিপক্ষ জার্মানির বিপক্ষে মাঠে নামার আগেই মুসলমানদের সিয়ামসাধনার মাস রমজান শুরু হয়ে যায়। ধর্মপ্রাণ মুসলমান হিসেবে রোজা রেখেই মাঠেখেলতে নামেন আলজেরিয়ার অধিকাংশ খেলোয়াড়।

তারকা খেলোয়াড়ে পূর্ণ জার্মানির সঙ্গে ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডিলড়াই করে। আলজেরিয়ার খেলোয়াড়দের আক্রমণ রুখতে গিয়ে হিমশিম খেতে হয়েছেজার্মানির রক্ষণভাগকে। হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথমার্ধে গোলবঞ্চিত রাখেজার্মানিকে। দ্বিতীয়ার্ধেও গোল পেতে দেয় না। ফলে ম্যাচ গড়ায় ইনজুরি টাইমে।সেখানে অবশ্য আর পেরে ওঠেনি জার্মানির সঙ্গে।

রোজা রাখার প্রশ্নে আলজেরিয়ান গোলোকিপার বলেন, “আমার মনে হয়না রোজা কোনো সমস্যা করেছে আমাদের, আমাদের যতক্ষণ খেলার প্রয়োজন আমরা ততক্ষণ খেলার জন্য প্রস্তুত ছিলাম। কেউ বিশ্বাস করতে পারেনি আমরা রোজা রেখে এতোটা ভাল খেলেছিলাম।”

“শারীরিক কোনো সমস্যাও হয়নি আমাদের, আমরা সবাই শারীরিক ভাবে ফিট ছিলাম। আমাদের ভাগ্য খারাপ, শেষ মুহূর্তে আমরা দুটো গোল হজম করেছি।

“আর রোজা রাখা বা না রাখা এটা সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার, এটা কেবল রোজাদার এবং আল্লাহর মধ্যকার ব্যাপার”

রোজারেখে ১২০ মিনিট খেললেও আলজেরিয়ার কোনো খেলোয়াড়ের মধ্যে দুর্বলতা কিংবাউদ্যমের কোনো ঘাটতি দেখা যায়নি। রোজা রেখেও জার্মানির খেলোয়াড়দের সঙ্গেপাল্লা দিয়ে খেলেছে আলজেরিয়ার খেলোয়াড়রা। শেষ পর্যন্ত তারা হেরে গেলেও জয়করেছে কোটি কোটি ভক্তের হৃদয়।

(ওএস/পি/জুলাই০১,২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test