E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোয়ার্টার ফাইনালের সময়সূচী

২০১৪ জুলাই ০২ ০৯:০৩:১৬
কোয়ার্টার ফাইনালের সময়সূচী

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ২০তম আসরে অংশগ্রহণকারী ৩২ দলের মধ্যে প্রথম ও নকআউট পর্ব মিলে বিদায় নিয়েছে ২৪ দল। অবশিষ্ট আট দল লড়বে কোয়ার্টার ফাইনালে। উল্লেখযোগ্য বিষয় এই, প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়নরাই শেষ আটে উঠেছেন।

আগামী ৪ জুলাই রিও ডি জেনিরিওর মারাকানায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও ফ্রান্স।

দিনের অপর খেলায় ফোর্তালেজার এস্তাদিও কাস্তিলাওয়ে ব্রাজিল লড়বে কলম্বিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মধ্যরাত ২টায়।

৫ জুলাই ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেলজিয়াম।

এদিন কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সালভাদরের এস্তাদিও ফন্তে নোভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মধ্যরাত ২টায় অনুষ্ঠিত হবে নেদারল্যান্ড-কোস্টারিকা ম্যাচ।

কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে টিকে থেকে শেষ পর্যন্ত কারা সেমিফাইনালে ওঠে এখন তা দেখার বিষয়।


(ওএস/অ/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test