E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৮ তে বাংলাদেশ

২০১৭ নভেম্বর ১০ ১৬:০৭:২০
১৮ তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ১০ নভেম্বর, ২০০০ সাল। ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন। এ দিন বাংলাদেশ প্রবেশ করে টেস্ট ক্রিকেটের অভিজাত আঙিনায়। এরপর থেকে হাঁটিহাঁটি পা পা করে টেস্ট ক্রিকেটে ১৭ বছর পার করে ১৮ তে পদার্পণ করলো বাংলাদেশ।

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজকের এই দিনে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামে বাংলাদেশ। পুরো বাংলাদেশের চোখ সেদিন টেলিভিশন পর্দায়। টস করতে বাঙালি ক্রিকেট মহাতারকা সৌরভ গাঙ্গুলির সঙ্গে মাঠে নামেন নাইমুর রহমান। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

bd cricket

ভারতের বোলারদের হতভম্ব বানিয়ে টেস্ট আঙ্গিনায় নবজাতক দলটি প্রথম ইনিংসেই ছুঁয়েছিল ৪০০ রানের মাইলফলক। প্রথম ইনিংসেই টাইগার ব্যাটসম্যানদের একজন শতক ও একজন করে অর্ধশতক করে। আমিনুল ইসলাম বুলবুলের ১৪৫ রানের সেই ইনিংসটি এখনও সমসাময়ীকদের চোখে জীবন্ত। হাবিবুল বাশার করেছিলেন ৭১ রান।

জবাবে ভারত ব্যাট করতে নামলে কারিশমা চলে বাংলাদেশের স্পিনের। নাইমুর রহমান একাই তুলে নেন শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির উইকেটসহ মোট ছয় উইকেট। ওই ইনিংসে ভারতকে ২৯ রানের বেশি লিড না দিলেও দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অপার সম্ভাবনা জাগিয়েও সেদিন টাইগাররা পারলো না ইতিহাসের জন্ম দিতে।

bd cricket

এরপরের পাঁচ বছরের যাত্রা বাংলাদেশের জন্য একেবারেই সুখকর ছিল না। একের পর এক টেস্টে পরাজয়, তবুও টাইগারদের ওপর আশা ছাড়েনি বাংলাদেশের মানুষ। অবশেষে পাঁচ বছরের মাথায় ২০০৫ সালে আসে বহুল প্রতীক্ষিত টেস্ট জয়। অসাধারণ টিম নৈপুণ্য দেখিয়েছিল বাংলাদেশের খেলোয়াড়রা সেই টেস্টে। প্রথম ইনিংসে কোনও শতক ছাড়াই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৮৮। মোহাম্মদ রফিক ও এনামুল হক জুনিয়রের স্পিনজালে আটকা পড়ে জিম্বাবুয়েকে ২২৬ রানের পরাজয় মানতে হয়।

২০০০-২০১৭ সাল পর্যন্ত ১৭ বছরে বাংলাদেশ টেস্ট খেলেছে ১০৪টি। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১০টি, হেরেছে ৭৯টি আর ড্র করেছে ১৫টি। বাংলাদেশ সবচেয়ে বেশি টেস্ট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে (১৮টি)। হারও সবচেয়ে বেশি শ্রীলঙ্কা বিপক্ষেই (১৫টি)। দেশের হয়ে টেস্ট সবচেয়ে বেশি রান তামিম ইকবালের (৫২ ম্যাচে ৩৮৮৬ রান)। সবচেয়ে বেশি সেঞ্চুরিও তামিমের (৮টি)। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাকিব আল হাসানের (২১৭, নিউজিল্যান্ডের বিপক্ষে)।

সবচেয়ে বেশি উইকেট সাকিবের (৫১ ম্যাচে ১৮৮ উইকেট)। দেশকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিকু রহীম (৩৪টি)। সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন মোহাম্মদ আশরাফুল(৬১টি)।

২০১৫ সালের সীমিত ওভারের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের অভিজ্ঞতা নিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানো অবস্থানে যেতে পারলেও টেস্টে এখনও তা পুরোপুরি সম্ভব হয়নি। তবে সাদা পোশাকে বারবার বিশ্বকে জানান দিয়েছে নিজেদের ক্ষমতার, রেকর্ড গড়ে নিজেদের জাত চিনিয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে স্মরণীয় করে রেখেছে নিজেদের খেলা শততম টেস্টটি। ঘরের ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারিয়ে জানান দিয়েছে সামনে এগিয়ে যাওয়ার।

(ওএস/এসপি/নভেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test