E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোচ নির্বাচনে খেলোয়াড়দের মতামত নেয় না বোর্ড : মাশরাফি

২০১৭ নভেম্বর ১৫ ১৬:৪০:১০
কোচ নির্বাচনে খেলোয়াড়দের মতামত নেয় না বোর্ড : মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় হওয়ার কথা ছিল "বিপিএল"। কিন্তু বিপিএল ছাপিয়েও আলোচনায় জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগপত্র। ফলে খেলোয়াড়রা নিয়মিত একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছেন, 'কেমন কোচ চান?'। এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তো শোনালেন অদ্ভূত এক কথা। কোচ নির্বাচনের ক্ষেত্রে নাকি খেলোয়াড়দের সাথে কখনও আলোচনাই করে না বোর্ড।

আজ (বুধবার) এ প্রসঙ্গে বলতে গিয়ে মাশরাফি সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি আজ পর্যন্ত কোন কোচ যখন নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, আমার অন্তত মনে হয় না লাস্ট ১৬-১৭ বছরের খেলা জীবনে বোর্ড কখনো কোন খেলোয়াড়ের সাথে আলোচনা করেছে। তো এখনও আমি মনে করছি না, আমাদের সাথে আলোচনা করার দরকার আছে।’

কোচের ব্যাপারে বোর্ড যে সিদ্ধান্ত সেটাই সঠিক হবে, মনে করছেন মাশরাফি। তাই এটা নিয়ে খেলোয়াড়দের ভাবার প্রয়োজন আছে বলেও মনে করেন না তিনি, ‘আমাদের দায়িত্ব মাঠে খেলা এবং যেই কোচ আসুক না কেন তাঁর প্ল্যান মতো খেলা। তো এটা মেটার করে না যে ওনারা (বোর্ড) কাকে আনবে। যাকে আনবে তার ইন্টারভিউ নিয়েই, চিন্তা করেই নেওয়া হবে। এটা নিয়ে ভাবার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না।’

কোচ দেশি আর বিদেশি হোক- তিনি যেভাবে প্ল্যান করবেন সেভাবেই মাঠে খেলতে চান মাশরাফি। তার মতে, ‘দেশি কোচ হবে কিনা, এটা আমি পরিষ্কার ভাবে জানি না। যদি হয় তাহলে আমরা ঐ ভাবেই খেলবো। যেটা বললাম যে, আমরা বিসিবির অধীনে আছি। বিসিবি কোচের ব্যাপারে যেটাই সিদ্ধান্ত নেবে, আমাদের সেটাই মেনে নিতে হবে।’

বিসিবির সিদ্ধান্তর উপর পূর্ণ আস্থা রাখছেন মাশরাফি বিন মর্তুজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা কথা আমি আগেই বলেছিলাম যে, হাথুরুসিংহের প্রসঙ্গে এখনো কনফার্ম কিছু হয়নি। তিনি দেশে এসে যদি আলোচনা করে থেকে যান, তাহলে তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ; প্রশ্ন শেষ। আর যদি না থাকেন, তাহলে বিসিবি এটা নিয়ে চিন্তা করবে, কাকে রাখবে বা কাকে রাখলে ভালো হয়।’

দেশি কোচদের সাথে আগেও কাজ করার অভিজ্ঞতা সাংবাদিকদের সাথে শেয়ার করেন মাশরাফি। তিনি বলেন, ‘তবে দেশি কোচ এর আগে সরোয়ার ইমরান স্যার ছিলেন। আমি তাঁর অধীনে খেলেছি। একটা সময়ে সুজন ভাইও ছিলেন। তো আমার কাছে মনে হয় যেই কোচ হয় না কেন খেলোয়াড়রা মানিয়ে নিতে সক্ষম হবে।’

দলে নতুন কোচ আসলে তার সাথে দ্রুত মানিয়ে নেয়াটাই মূল লক্ষ্য হবে বলেও মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘যখন একটা পরিবর্তন আসে, তখন ওটা যত তারাতাড়ি সম্ভব মানিয়ে নেওয়াই ভালো। অবশ্যই আমরা হাথুরুসিংহের অধীনে খেলে আসছি। সে কি ভাবে টিম সাজায় আমাদের অনেকটা মুখস্থ হয়ে গিয়েছে, এটাও সত্যি কথা। এখন যদি সে না থাকে, আর যদি নতুন কেউ আসে তাহলে নতুন কোচ ও আমাদের উচিত যত দ্রুত সম্ভব মানিয়ে নেওয়া।’

(ওএস/এসপি/নভেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test