E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাইজেরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কেসি

২০১৪ জুলাই ০২ ১৩:২৩:০৯
নাইজেরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কেসি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : নাইজেরিয়ার ব্যর্থতা বিশ্বকাপে৷ প্রি-কোয়ার্টার ফাইনালে  ফ্রান্সের বিরুদ্ধে দু’গোলে হার৷ তার জেরে নাইজেরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন স্টিফেন কেসি৷ সেই ব্যর্থতার দায়ভার নিজে মাথায় নিয়েই কোচের পদে ইস্তফা দিয়েছেন কেসি৷ ফিফার ওয়েবসাইট থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে৷

ফিফার ওয়েবসাইটে নিজের ইস্তফা নিয়ে টুইট করেছেন তিনি৷ কেন সরলেন কেসি? কী লিখেছেন নাইজেরিয়ার কোচ? কেসি লিখেছেন, ‘বন্ধুরা নাইজেরিয়াকে কোচিংয়ের সময় প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি৷ সুপার ইগলকে কোচিং করানো খুব গর্বের বিষয়৷

তবে এখন সরে দাঁড়ানোর সময়৷’ এরপর কোথায় কোচিং করাবেন জিজ্ঞাসা করা হয়েছিল কেসিকে৷ এই প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি স্ত্রী ও ছেলেদের সঙ্গে দেখা করতে যাচ্ছি৷ ওদের সঙ্গে দীর্ঘদিন দেখা করিনি৷

তারপর কেরিয়ারের বিরুদ্ধে সিদ্ধান্ত নেব৷’ উল্লেখ, ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে নাইজেরিয়া দলের অধিনায়ক ছিলেন কেসি৷ তারপর টোগো ও মালিকে কোচিং করিয়েছেন তিনি৷

(ওএস/পি/জুলাই ০২,২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test