E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাশরাফিতে মুগ্ধ ইংলিশ ক্রিকেটার

২০১৭ নভেম্বর ১৬ ১৪:২০:৪০
মাশরাফিতে মুগ্ধ ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : মুশফিকের পরিবর্তে বাংলাদেশের নেতৃত্বে মাশরাফি আসার পর থেকেই বদলে যেতে থাকে বাংলাদেশ। প্রথমে জিম্বাবুয়ে সিরিজ, এরপর বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড থেকে ফিরে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে বধ করে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে নিজেদের শক্তির জানান দেয় মাশরাফির বাংলাদেশ। এবার সেই মাশরাফির অধিনায়ক্বের প্রশংসা করলেন রংপুর রাইডার্সের ইংলিশ ক্রিকেটার অ্যাডাম লিথ।

মাশরাফিকে প্রতিপক্ষ হিসেবে কখনো পাননি অ্যাডাম লিথ। তবে ম্যাশের দুরদর্শী নেতৃত্বগুণ দূর দুরান্ত থেকে জেনেছেন শুনেছেন। কিন্তু, কাছ থেকে দেখার কিংবা জানার সুযোগ হয়নি। এবার বিপিএলের সৌজন্য হলো। ক'দিনের অভিজ্ঞতায় মন্ত্রমুগ্ধ অ্যাডাম লিথ। মাশরাফির অধিনায়কত্বের প্রশংসা করে তিনি বলেন ‘টিভির পর্দা আর খবরের পাতা থেকে শুরু করে মানুষের মুখে মাশরাফির কথা শুনেছি। এবার সুযোগ হলো একই সাথে খেলার। এক কথায় অসাধারণ অভিজ্ঞ এখন পর্যন্ত। কারণ সে মাঠ ও মাঠের বাইরে মজার এবং দূরদর্শী অধিনায়ক।’

ইংল্যান্ডের হয়ে অ্যাডাম লিথের অভিষেক ২০১৫ সালে। এ পর্যন্ত ইংলিশদের হয়ে খেলেছেন ৭টি টেস্ট। বাংলাদেশের বিপক্ষে এখনো না খেললেও টাইগারদের নিয়ে বেশ ভালো ধারণা লিথের।

তিনি বলেন, 'ক্রিকেটে বিশ্বে বাংলাদেশের উন্নতি সত্যি প্রশংসনীয়। দল হিসেবে তারা দারুণ খেলে। ঘরের মাটিতে তো বটেই। বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দলীয় ফর্ম তার প্রমাণ।'

এদিকে বিপিএলে তিক্ত অভিজ্ঞতা হয়েছে অ্যাডাম লিথের। দুই ম্যাচে ওপেন করে রান করেছেন মোটে চার। তবে তার দলে যোগ দিয়েছেন ম্যাককালাম গেইল। আর এই দুইজন আসার পর তার দল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বতর্মান দলটি দারুণ। তার সাথে আবার যোগ দিচ্ছে গেইল-ম্যাককালামের মতো বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান। এমন দলের হাতেই তো বিপিএল ট্রফি উঠা উচিত।’

(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test