E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অভিজ্ঞতার অভাব অনুভব করছে ব্রাজিল - স্কলারি

২০১৪ জুলাই ০২ ১৪:১৩:২৭
অভিজ্ঞতার অভাব অনুভব করছে ব্রাজিল - স্কলারি

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কোচ লুইজ ফেলিপ স্কলারি স্বীকার করলেন অভিজ্ঞতার অভাবে তারুণ্য নির্ভর ব্রাজিল দল বিশ্বকাপে চাপে আছে।

দ্বিতীয় রাউন্ডে চিলির কাছে হেরে প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দ্বার প্রান্তে যাওয়া কোচ দলটির এমন সমস্যার জন্য সাফল্য পেতে নিজ মাঠের সমর্থকদের চাপকেও দায়ি করেন।

ব্রাজিলের বর্তমান দলটিতে কেবলমাত্র ছয় জনের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং নেইমারসহ দলের অনেক তারকা খেলোয়াড়ই এই প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছে। পেনাল্টি শটে চিলির বিপক্ষে ব্রাজিল দলের জয় নিশ্চিত হওয়ার পর স্কলারি বলেন, ‘অবশ্যই এটা একটা দুঃশ্চিন্তা। আমাদের দলটা তারুণ্য নির্ভর।’

‘সবচেয়ে বেশী অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়টিও একটা বিশ্বকাপে চাপ অনুভব করবে। সকলেই চাপ অনুভব করে। আপনি যদি বলেন যে চাপ অনুভব করছেন না তাহেলে আপনি মিথ্যে কথা বলছেন। আবেগের দিক থেকে এটা ভিন্ন ধর্মী একটা অবস্থা,কখনোই এটা সাধারন বিষয় নয়। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে এবং আস্তে আস্তে তারা অনেক বেশী অভিজ্ঞতা অর্জন করবে।’

উদাহরণ হিসেবে অনুশীলনকালে দলের সবচেয়ে বেশী পেনাল্টি শট নেয়া তরুণ মিডফিল্ডার উইলিয়ানের কথা উল্লেখ করেন।

কিন্তু বেলো হরিজোন্তেতে শনিবার তার নেয়া শটটি গোলপোস্টের বাইরে দিয়ে যায়।স্কলারি বলেন তার এমন মিস করার পিছনে‘অভিজ্ঞতা’কাজ করে থাকতে পারে।কোচ বলেন,‘আমাদের খেলা প্রতি ম্যাচেই আমরা অভিজ্ঞতা অর্জন করব।’

আশা করছি এই অভিজ্ঞতার অভাব থাকলেও আমাদের পরবর্তী ম্যাচগুলোতে আমরা কম ভুল করব।’

ব্রাজিল ফোর্তালেজায় আগামী শুক্রবার কোয়ার্টারফাইনালে দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষকলম্বিয়ার মোকাবেলা করবে।

চিলির বিপক্ষে দ্বিতীয়ার্ধে দলের খারাপ খেলার কারণ হিসেবে স্কলারি নার্ভাসনেসকে দায়ি করেন।তিনি বলেন যেহেতু দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ারর অবস্থায় চলে গিয়েছিল।তাই সবার মধ্যেই এক প্রকার নার্ভাসনেস কাজ করেছে ।

২০১০বিশ্বকাপ খেলা মাত্র পাঁচ খেলোয়াড় হুলিও সিজার, থিয়াগো সিলভা,দানি আলভেজ,মাইকন এবং রামিরেজ রয়েছে এবারের টুর্নামেন্টে। ফ্রেড ২০১০দক্ষিন আফ্রিকা বিশ্বকাপ দলে ছিলেননা। তবে ২০০৬ জার্মানি বিশ্বকাপ দলে ছিলেন।

বিশ্বকাপ দল ঘোষণা করার পর থেকেই স্কলারি বলে আসছেন বিশ^কাপ খেলার অভিজ্ঞতার অভাব তার দলের খেলোয়াড়দের রয়েছে বলে তিনি মনে করছেন না।

তিনি বলেন, খেলোয়াড়দের বয়স কম হলেও অধিকাংশই গত বছর নিজ মাঠে ব্বিকাপের ড্রেস রিহার্সেল কনফেডারেশন কাপ খেলেছে।

স্কলারি সব সময়ই বলে আসছেন শিরোপা ছাড়া অন্য যে কোন কিছুই ব্রাজিল দলের জন্য ব্যর্থতা বলে পরিগনিত হবে এবং টুর্নামেন্ট শুরু হওয়া থেকেই বলে আসছেন তার দল শিরোপা জয় করবে।

স্কলারি বলেন, ‘জনগন আমাদের কাছ থেকে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। কারন আরা বলেছিলাম শিরোপা জিতব। এখন এটা জনগনের কাছে আমাদের ফিরিয়ে দিতে হবে। আপনি কোন প্রতিশ্রুতি দিলে সেটা আপনাকে পুরন করতে হবে। আমার খেলোয়াড়রা সেটাই করছে।

(ওএস/পি/জুলাই ০২,২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test