E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রান সংগ্রহে বিদেশিদের দাপট

২০১৭ নভেম্বর ২২ ১৪:০৮:৩১
রান সংগ্রহে বিদেশিদের দাপট

স্পোর্টস ডেস্ক : দুই দিন বিরতির পর আগামী ২৪ নভেম্বর থেকে চট্টগ্রামের মাটিতে শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব। এর আগে সিলেটে প্রথম পর্বে আটটি ও দ্বিতীয় পর্বে মিরপুরের শেরেবাংলায় চৌদ্দটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্ব শেষেও সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় দাপট ধরে রেখেছে বিদেশি খেলোয়াড়রা। শীর্ষ পাঁচের তিনজনই বিদেশি।

দ্বিতীয় পর্ব শেষে রান সংগ্রাহকের তালিকার শীর্ষস্থানে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। সাত ম্যাচে দুই হাফ সেঞ্চুরিরতে তার সংগ্রহ ২৩৯ রান। দ্বিতীয় অবস্থানে আছেন রংপুর রাইডার্সের ইংলিশ তারকা ব্যাটসম্যান রবি বোপারা। তার সংগ্রহ ২১৯। প্রথম পর্ব শেষে শীর্ষে থাকা সিলেট সিক্সার্সের হয়ে খেলা লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা আছেন তিনে। ছয় ম্যাচে তার সংগ্রহ ২০৭ রান।

এদিকে প্রথম পর্ব শেষে শীর্ষ দশে ছিলেন একমাত্র দেশি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তবে দ্বিতীয় পর্ব শেষে শীর্ষ পাঁচের চার ও পাঁচে অবস্থান করছে ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ ম্যাচে কুমিল্লার হয়ে ইমরুলের সংগ্রহ ২০১ রান। আর খুলনার অধিনায়কের সংগ্রহ ১৮৯। ১৬৫ রান করা মিঠুনের বর্তমান অবস্থান সাতে।

নাম

ম্যাচ

রান

অর্ধশতক

সর্বোচ্চ

এভিন লুইস

২৩৯

৬৬

রবি বোপারা

২১৯

৫৪

উপল থারাঙ্গা

২০৭

৬৯

ইমরুল কায়েস

২০১

৪৭

মাহমুদউল্লাহ রিয়াদ

১৮৯

৫৬

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test