E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামীকাল থেকে শুরু কোয়ার্টার ফাইনাল

২০১৪ জুলাই ০৩ ১০:১০:৪৬
আগামীকাল থেকে শুরু কোয়ার্টার ফাইনাল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দুই- তৃতীয়াংশেরও বেশি খেলা শেষ হয়ে গেছে। ৬৪ খেলার মাঝে শেষ হয়েছে ৫৬টি খেলা। বাকি আছে আটটি খেলা। শিরোপার ঘ্রাণ পেতে শুরু করেছে এক-একটি দল। তার জন্য খেলতে হবে আর মাত্র তিনটি খেলা! কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, অতঃপর ফাইনাল। কার গালায় শোভা পাবে এবারের শিরোপার মালা তার জন্য ১৩ জুলাই পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে সবাইকে।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। এ পর্যন্ত বলা যায় হিসাব-নিকাশে সামান্য হেরফের ছাড়া সবার পূর্বানুমানই ঠিক আছে। গ্রুপপর্ব থেকে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের বিদায়, সঙ্গে ইতালি-ইংল্যান্ডেরও বিদায়ই ছিল সবার ধারণার বাইরে। তবে তাদের পরিবর্তে যারা নকআউট পর্বে উঠে এসেছে সেটিকে চমক বলা হলেও খেলা দেখে কিন্তু ঠিকই মনে হয়েছে তাদের উত্থান ঠিকই আছে। বিশেষ করে কোস্টারিকার উঠে আসা। গ্রুপপর্ব থেকে ১৬টি দল নকআউট পর্বে উঠে আসার পর এখন টিকে আছে আটটি দল। যারা খেলবে কোয়ার্টার ফাইনাল। কাকতালীয়ভাবে এখানে সব গ্রুপ সেরারাই স্থান করে নিয়েছে। অর্থাত্ আট গ্রুপ চ্যাম্পিয়নই শেষ আটে উঠে এসেছে। এবার সেখান থেকে খসে পড়বে চার
গ্রুপ চ্যাম্পিয়ন। কোয়ার্টার ফাইনালে উঠে আসা আট গ্রুপ চ্যাম্পিয়ন হলো— ‘এ’ গ্রপে ব্রাজিল, ‘বি’ গ্রুপে নেদারল্যান্ডস, ‘সি’ গ্রুপে কলম্বিয়া, ‘ডি’ গ্রুপে কোস্টারিকা, ‘ই’ গ্রুপে ফ্রান্স, ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে জার্মানি এবং ‘এইচ’ গ্রুপে বেলজিয়াম।
শেষ ষোলোর খেলায় হয়েছে টান টান উত্তেজনা আর দৃষ্টিনন্দন লড়াই। আটটি খেলার মাঝে তিনটি খেলাই নির্ধারিত সময়ে শেষ হয়েছে। এ তিনটি ম্যাচে কলম্বিয়া ২-০ গোলে উরুগুয়েকে, নেদারল্যান্ডস ২-১ গোলে মেক্সিকোকে এবং ফ্রান্স ২-০ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে। বাকি পাঁচটি ম্যাচের দুটি নির্ধারিত হয়েছে আবার টাইব্রেকারে। যেখানে ছিল ব্রাজিলও। নকআউট পর্বের প্রথম ম্যাচেই ব্রাজিলকে আটকে দিয়েছিল চিলি। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারেও ছিল উত্তেজনা। শেষ শটে গিয়ে ব্রাজিলের জয় (৩-২) নিশ্চিত হলে দর্শক সমর্থকরা হাঁফ ছেড়ে বাঁচেন। টাইব্রেকারে অপর ম্যাচটি ছিল কোস্টারিকা ও গ্রিসের। ১-১ গোলে ড্র থাকার পর কোস্টারিকা অনেকটা বিনা বাধাতেই ৫-৩ গোলে জয় পায়। অবশিষ্ট তিন ম্যাচে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনা, জার্মানি ও বেলজিয়ামকে। ১১৮ মিনিটে গোল করে আর্জেন্টিনা হারায় সুইজারল্যান্ডকে। জামার্নি ও বেলজিয়াম ২-১ গোলে হারায় যথাক্রমে আলজেরিয়া ও যুক্তরাষ্ট্রকে।
দ্বিতীয় রাউন্ডে দলগুলোর শক্তির হেরফের থাকলেও কোয়ার্টার ফাইনালে কিন্তু ব্যবচ্ছেদ করা কঠিন। এখানে কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। আট দলের চারটিই শিরোপাধারী। পাঁচবার ব্রাজিল, তিনবার জার্মানি, দুবার আর্জেন্টিনা, একবার ফ্রান্স। সঙ্গে আছে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডসও। কাজেই প্রতিটি ম্যাচই হবে হাড্ডাহাড্ডি। তারপরও সবার দৃষ্টি থাকবে ৪ জুলাই ফ্রান্স ও জামার্নির ম্যাচের দিকে। কোয়ার্টার ফাইনালেই বিদায়ঘণ্টা বাজবে এক দলের। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত যে লাইনআপ তাতে ফাইনালে আসার আগে অন্তত দুটি দলের বিদায় নিশ্চিত। ফ্রান্স-জার্মানি ম্যাচে এক দল বিদায় নেয়ার পর সেমিফাইনালে খেলতে হবে ব্রাজিল-কলম্বিয়ার (৪ জুলাই) বিজয়ী দলের সঙ্গে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলকেই সবাই ভেবে রেখেছেন। কাজেই এখানে বিদায় নেবে আরেক দল। অপরদিকে আরেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৫ জুলাই কোয়ার্টারে খেলবে বেলজিয়ামের বিপক্ষে। এখানেও আর্জেন্টিনার জয় দেখছেন সবাই। যদি আর্জেন্টিনা জিতে তাহলে তাদের খেলতে হবে একই দিনের নেদারল্যান্ডস ও কোস্টারিকার বিজয়ীর সঙ্গে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ভাবা হলেও সেমিফাইনাল নিয়ে কিন্তু কেউ কোনো আগাম মন্তব্য করছেন না! না করাটাই বুদ্ধিমানের কাজ। তারপরও কিন্তু ফুটবলবিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে আর্জেন্টিনা-ব্রাজিলের ফাইনাল দেখার, যা অতীতে কখনও হয়নি। এবার কি হবে? এই প্রত্যাশা কিন্তু ফুটবলপ্রেমী অধিকাংশ মানুষের।
এখন পর্যন্ত ৫৬ ম্যাচে গোল হয়েছে ১৫৪টি। পাঁচ গোল করে সবার ওপরে আছেন কলম্বিয়ার রদ্রিগুয়েজ। চারটি করে গোল করেছেন আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের নেইমার, জার্মানির মুলার। তিনটি করে গোল আছে নেদারল্যান্ডসের পার্সি ও রোবেন, ফ্রান্সের করিম বেনজেমা, সুইজারল্যান্ডের জর্দান শাকিরি ও ইকুয়েডরের ভেলেন্সিয়া। এর মাঝে শাকিরি ও ভ্যালেন্সিয়ার দল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হবে মুলার বা করিম বেনজামাকে। বাকিদের যেমন এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তেমনি আবার গোল্ডেন বুটের লড়াইয়ে ভালোভাবে শামিলও হতে পারবেন।

(ওএস/এইচআর/জুলাই ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test