E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তামিম-মিথুন বিপিএল ব্যাটিংয়ের সেরা পাঁচে

২০১৭ ডিসেম্বর ১৩ ১৯:২৬:০২
তামিম-মিথুন বিপিএল ব্যাটিংয়ের সেরা পাঁচে

স্পোর্টস ডেস্ক : বিপিএলের অন্যান্য আসরে একাদশে সর্বোচ্চ চারজন করে বিদেশি খেলায়াড় খেলানোর নিয়ম থাকলেও এবার সর্বোচ্চ পাঁচজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়ম ছিল। এ কারণে দেখা গেছে পারফরম্যান্সের দিক থেকেও তারা দেশি খেলোয়াড়দের চেয়ে অনেকটা এগিয়ে। বিশেষ করে ব্যাটিংয়ে।

দেখা গেছে টপ অর্ডারে বিদেশি ব্যাটসম্যানরা খেলতে নেমেছেন এবং ইনিংস শেষ করে এসেছেন। অথবা শেষদিকে দেশি ব্যাটসম্যানরা নেমে অল্প সময় ব্যাট করার সুযোগ পেয়েছেন। তারপরও দেশি খেলোয়াড়রা খুব খারাপ করেছে তা নয়। ব্যাটিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন।

এই দুইজন হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল ও রংপুর রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। দশ ম্যাচ খেলে দুইটি হাফ সেঞ্চুরিতে তামিম করেছেন ৩৩২ রান। তিনি রয়েছেন চতুর্থ অবস্থানে। ১৫ ম্যাচ খেলে একটি হাফ সেঞ্চুরিতে ৩২৯ রান করেছেন মোহাম্মদ মিথুন। তিনি রয়েছেন পঞ্চম অবস্থানে।

বিপিএলের পঞ্চম আসরে সেরা পাঁচ ব্যাটসম্যান

১. ক্রিস গেইল (রংপুর রাইডার্স)-৪৮৫ রান।
২. এভিন লিউইস (ঢাকা ডায়নামাইটস)-৩৯৬ রান।
৩. রবি বোপারা (রংপুর রাইডার্স)-৩৬৫ রান।
৪. তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)-৩৩২ রান।
৫. মোহাম্মদ মিথুন (রংপুর রাইডার্স)-৩২৯ রান।

(ওএস/অ/ডিসেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test