E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্বকাপের মূলপর্বে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন যারা

২০১৪ জুলাই ০৩ ১৯:৩৮:১৪
বিশ্বকাপের মূলপর্বে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন যারা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : দলীয় শ্রেষ্ঠত্বের লড়াই বিশ্বকাপ মানেই। দলীয় এ লড়াইয়ে ব্যক্তিগত অর্জনের পাল্লা ভারী করারও সুযোগ থাকে সমানভাবে। দলকে এগিয়ে নিতে নিজের সর্বোচ্চটি উজাড় করে এ ধরনের আসরে খেলে থাকেন ছোট-বড় সব তারকা।

আর্জেন্টিনার লিওনেল মেসি (৪ গোল), ব্রাজিলের নেইমার (৪ গোল), জার্মানির থমাস মুলার (৩ গোল), ফ্রান্সের করিম বেনজেমা (৩ গোল) এবং নেদারল্যান্ডসের অ্যারিয়েন রোবেন (৩ গোল) দলকে শিরোপা জয়ের মঞ্চে পৌঁছে দিতে ইতোমধ্যে এ দাবি পূরণও করে চলেছেন।

দলের অনেক চাওয়া থাকলেও পারেননি ইংল্যান্ডের ওয়েন রুনি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, স্পেনের ইকার ক্যাসিয়াসরা। এদের অনেকের ব্যক্তিগত ব্যর্থতার পাশাপাশি তাদের দলও ব্যর্থদের সারিতে অর্থাৎ বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গেছে।

বিশ্বকাপ শুরুর আগে এই তিনজনকেই টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হয়েছিল। অথচ তারা হলেন সুপার ফ্লপ!

(ওএস/পি/জুলাই ০৩,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test