E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাজিলকে যে পাঁচ কারণে হারাতে পারে কলম্বিয়া

২০১৪ জুলাই ০৪ ১১:০১:০৪
ব্রাজিলকে যে পাঁচ কারণে হারাতে পারে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক : কে যাবে সেমিফাইনালে, ব্রাজিল না কলম্বিয়া? ইতিহাস-পরিসংখ্যানে ব্রাজিলের পাল্লাই ভারী। ২৫ বারের মোকাবেলায় ব্রাজিলের জয় ১৫টিতে। কলম্বিয়ার জয় দুটি। বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। কে জিতবে? বার্তা সংস্থা এএফপির ক্রীড়া বিভাগ পাঁচটি কারণ দেখিয়েছে, যাতে ব্রাজিলকে হারাতে পারে কলম্বিয়া।

১. ‘রাজা’ রদ্রিগুয়েজ: বিশ্বকাপের আগে তিনি ছিলেন আড়ালে। বরং সব আলোচনা ছিল কেবল লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। তবে পাঁচ গোল করে জেমস রদ্রিগুয়েজ ছাড়িয়ে গেছেন সবাইকেই। আরও দুটি গোলে সহায়তা করা বিশ্বকাপের ‘রাজা’ রদ্রিগুয়েজ হতে পারেন ব্রাজিলের মাথা ব্যথার কারণ।
২. নেইমারের ফিটনেস: নক আউট পর্বে চিলির বিপক্ষে ম্যাচে বাজে ট্যাকলের শিকার হন নেইমার। চোট পান ঊরু ও হাঁটুতে। হাঁটুর ব্যথা তো আছেই। লুইস ফিলিপে স্কলারি ভক্তদের অভয় দিলেও এটা স্পষ্ট, ব্রাজিলের আক্রমণভাগের প্রধান অস্ত্র পুরোপুরি ফিট নন। এই সুযোগটা কাজে লাগাতে পারে কলম্বিয়া।
৩. নিষ্প্রভ ফ্রেড ও জো: বিশ্বকাপের চার ম্যাচে এখনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম স্তম্ভ ফ্রেড ও জো। ফ্রেড একটি গোল পেলেও জো’র ঝুলি এখনও ফাঁকা। দুই ব্রাজিলীয় ফরোয়ার্ডের নিষ্প্রভতায় আশাবাদী হতেই পারে কলম্বিয়া।
৪. ব্রাজিলীয়দের মানসিক অবস্থা : চিলির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে গোলরক্ষক হুলিও সিজার হু হু করে কেঁদেছেন। ভাগ্যের জোরে বিশ্বকাপে টিকে থাকায় আবেগে কেঁদেছেন ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, নেইমারসহ অনেকেই। খেলোয়াড়দের মনের অবস্থাটা বুঝতে পেরে পরশু ব্রাজিলের অনুশীলন শিবিরে মনোবিজ্ঞানী রেগিনা ব্রান্দাওকে ডেকে এনেছিলেন কোচ স্কলারি। তাতে কতটুকু কাজ হয়েছে কে জানে!
৫. নেই গুস্তাভো: পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় আজকের ম্যাচে খেলতে পারবেন না লুইজ গুস্তাভো। তার অনুপস্থিতি ব্রাজিলের মাঝমাঠে শূন্যতা সৃষ্টি করতে পারে। মার্সেলো ও আলভেজের মাঝখানে বড় একটা অংশ জুড়ে খেলতেন গুস্তাভো। রক্ষণভাগেও সহায়তা করতেন তিনি। গুস্তাভো না থাকায় ব্রাজিলের রক্ষণ ভেঙে ফেলাটা জেমস রদ্রিগুয়েজের জন্য কিছুটা হলেও সহজ হবে।

(ওএস/এইচআর/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test