E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন মাইলফলক হাফিজের

২০১৮ জানুয়ারি ০৯ ১৪:৪৬:৫৩
নতুন মাইলফলক হাফিজের

স্পোর্টস ডেস্ক : দল হেরেছে, নেলসনে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি পাকিস্তান। তবে ব্যক্তিগত অর্জনের দিক থেকে ঠিকই সফল মোহাম্মদ হাফিজ। সতীর্থদের ব্যর্থতার দিনে ৬০ রানের এক ইনিংস খেলেছেন, এই ইনিংসে ছুঁয়েছেন নতুন এক মাইলফলকও।

আবারও বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় এখন পুরোদুস্তর ব্যাটসম্যান হয়ে গেছেন মোহাম্মদ হাফিজ। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭১ বলে ৬০ রানের একটি ইনিংস খেলেন তিনি, যে ইনিংসটি ছিল ৮টি বাউন্ডারিতে সাজানো।

এই ইনিংসের পথেই ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ হয়ে গেছে হাফিজের। পাকিস্তানের পক্ষে এই ফরমেটে ৬ হাজারি ক্লাবে নাম লেখানোর কীর্তি ছিল কেবল নয়জনের। হাফিজ দশম ব্যাটসম্যান হিসেবে এই ক্লাবে ঢুকেছেন।

হাফিজের আগে ওয়ানডেতে ৬ হাজার রান করা পাকিস্তানের নয় ব্যাটসম্যান হলেন-ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, শহিদ আফ্রিদী, জাভেদ মিঁয়াদাদ, ইউনিস খান, সেলিম মালিক, শোয়েব মালিক এবং ইজাজ আহমেদ।

(ওএস/এসপি/জানুয়ারি ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test