E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জয় দিয়ে বিশ্বকাপ শুরু টাইগার যুবাদের

২০১৮ জানুয়ারি ১৩ ১১:৫৫:১৫
জয় দিয়ে বিশ্বকাপ শুরু টাইগার যুবাদের

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার লিংকনে নামিবিয়ার বিপক্ষে ৮৭ রানের জয় তুলে নিয়েছে সাইফ হাসানের দল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৫ জানুয়ারি কানাডার মুখোমুখি হবে টাইগার যুবারা।  

এদিন বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় সকাল আটটা ৩২ মিনিটে। ফলে, ম্যাচের ওভার কমিয়ে আনা হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় ২০ ওভারে।

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার চার উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগার যুবাদের পক্ষে পিনাক ঘোষ ১৭ বল খেলে ২৬ রান করেন। ৪৩ বল খেলে ৬০ রান করেন মোহাম্মদ নাঈম। ৪৮ বল খেলে ৮৪ রান করেছেন অধিনায়ক সাইফ হাসান। তিনি তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। নামিবিয়ার পক্ষে পেট্রাস বার্গার ১টি, দেওয়াল্ড নেল ১টি, বেন শিকোঙ্গো ১টি ও শন ফুকে ১টি করে উইকেট নেন।

এরপর নামিবিয়া ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন এবেন ভ্যান উইক। বাংলাদেশের পক্ষে কাজী অনিক ২টি, হাসান মাহমুদ ২টি ও তৌহিদ হৃদয় ১টি করে উইকেট নেন।

বাংলাদেশ লড়াই করছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে আরও রয়েছে নামিবিয়া, ইংল্যান্ড ও কানাডা। এবারের আসরে মোট ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিশ্বের ১০২টি দেশ ম্যাচগুলো দেখার সুযোগ পাচ্ছেন। এছাড়াও ডিজিটাল সম্প্রচারের মাধ্যমে বিশ্বের ২০৪টি দেশ খেলাগুলো উপভোগ করতে পারছে। বাংলাদেশি চ্যানেলগুলোর মধ্যে গাজী টিভি ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৮৭ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১৯০/৪ (২০/২০ ওভার)

(পিনাক ঘোষ ২৬, মোহাম্মদ নাঈম ৬০, সাইফ হাসান ৮৪, আফিফ হোসেন ১১, তৌহিদ হৃদয় ০*; পেট্রাস বার্গার ১/৩১, দেওয়াল্ড নেল ১/২২, বেন শিকোনগো ১/৩৬, মরিশিয়াস এনগুপিতা ০/৩০, শন ফুকে ১/৩৫, গারহার্ড লটারিং ০/৩৫)।

নামিবিয়া অনূর্ধ্ব-১৯ ইনিংস: ১০৩/৬ (২০ ওভার)

(জার্গেন লিন্ডে ৪, লোহান লৌরেন্স ৪, শন ফুকে ১, এবেন ভ্যান উইক ৫৫, এরিন ভ্যান মোলেনডর্ফ ০, নিকোল লফটি-ইটন ২৪, পেট্রাস বার্গার ১১*, গারহার্ড লটারিং ১*; কাজী অনিক ২/১৪, হাসান মাহমুদ ২/১২, রবিউল হক ০/২৪, নাঈম হাসান ০/১৯, আফিফ হোসেন ০/৩০, তৌহিদ হৃদয় ১/৪)।

(ওএস/এসপি/জানুয়ারি ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test