E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেইমার-নেইমার শুনতে শুনতে কান ঝালাপালা!

২০১৪ জুলাই ০৪ ১৬:২১:৫৭
নেইমার-নেইমার শুনতে শুনতে কান ঝালাপালা!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : কলম্বিয়াকে কেউ ফেবারিট ধরেননি বিশ্বকাপ শুরুর আগে৷ নেইমার-নেইমার শুনতে কান ঝালাপালা জেমস রড্রিগেজের ব্রাজিলে আসার পর থেকে৷ এখন আবার সেই নেইমারের মুখোমুখি তিনি ও তার দল কলম্বিয়া৷ দেশবাসীর প্রত্যাশার ফানুসটাও ফুলেফেঁপে ওঠেনি৷

রড্রিগেজরা এস্কোবারের প্রাণ হারানোর ক্ষত আর যন্ত্রণা বুকে নিয়ে শুধু ভালো খেলে যাওয়ার লক্ষ্য নিয়ে ব্রাজিলে এসেছিলেন৷ শেষ আটে পৌঁছে সেটাই এখন বিশ্বকাপ জয়ের সুপ্ত বাসনাকে উগ্রভাবে জাগিয়ে দিয়েছে৷ আর এই স্বপ্নের উন্মাদনাকে উসকে দেয়ার পেছনে একজন কারিগর হামেস রড্রিগেজ৷ পাঁচ গোল করে তিনি নেইমারদের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন৷

ব্রাজিলকে, কোচ স্কোলারিকে ভাবিয়ে তুলেছেন উরুগুয়ের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত ভলিতে চলতি বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা গোল করে৷ ফোরতালেজাকে ব্রাজিলের দুর্গ বলা হয়৷ অনেকের মতে, এটা সেলেকাওদের পয়া মাঠ৷ এখানে ব্রাজিল হারে না৷ এসব কানে গেছে রড্রিগেজ ও কলম্বিয়ার কোচ পেকারম্যানের৷

বিলক্ষণ জানেন, মাঠ ভর্তি দর্শক সমর্থনের বিরুদ্ধে খেলতে হবে তাদের৷ তাতে কী, কলম্বিয়ার জার্সির রঙও হলুদ৷ ফোরতালেজার দু’দলের সমর্থকদের জার্সির রঙ মিলেমিশে একাকার হয়ে যাবে৷ ‘অতএব চাপ নিও না বন্ধু, শুধু খেলে যাও নিজেদের ছন্দে৷ ওরা ব্রাজিল হতে পারে, আমরাই বা কম কী? ব্রাজিলের খেলা তো বিধ্বংসী কিছু লাগেনি এখনও পর্যন্ত।

তাহলে ভালো খেললে জিতব না কেন?’ এমনই বলেছেন রড্রিগেজ ম্যাচের আগে সতীর্থদের চাগাতে৷ এই ম্যাচকে অনেকেই তার সঙ্গে নেইমারের লড়াই হিসেবে দেখছেন৷ রড্রিগেজের সাফ জবাব, ‘আমার সঙ্গে নেইমারের কোনো লড়াই হবে৷’ শেষ আটে ওঠার পর মোনাকোর স্ট্রাইকার হামেস রড্রিগেজের শরীরি ভাষায় আত্মবিশ্বাস যেন আরও বেশি করে চুঁইয়ে পড়ছে৷

তাই সরাসরি বলেই দিলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না৷ ব্রাজিল নিঃসন্দেহে ফেবারটি৷ কোচ স্কোলারির হাতে অনেক ভালো ভালো ফুটবলার৷ আমাদের ওদেরকে কড়া নজরে রাখতে হবে৷ কিন্তু ব্রাজিলও স্বস্তিতে থাকবে না৷ আমরাই ওদের চাপে রাখব ভালো খেলে৷

(ওএস/পি/জুলাই ০৪,২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test