E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসি-ছাড়া অচল আর্জেন্টিনা!

২০১৪ জুলাই ০৪ ১৬:৩১:১২
মেসি-ছাড়া অচল আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বেলজিয়াম কোচ মার্ক উইলমটস কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ময়দানি লড়াইয়ে নামার আগে বাকযুদ্ধে নেমেছেন। এই বেলজিয়ানের ভাষ্য, আর্জেন্টিনা ভারসম্যহীন একটি দল। কারণ দলটি পুরোপুরি মেসির ওপর নির্ভরশীল। আর্জেন্টিনা ভক্তরা বিষয়টিকে টিপ্পনি বা রণ কৌশলের অংশ কিংবা মনস্তাত্বিক লড়াই বলে অ্যাখ্যা দিতে পারেন। কিন্তু পরিসংখ্যানও কিন্তু বলছে আলবেসেলেস্তিরা মেসিনির্ভর একটি দল।

১. আর্জেন্টিনার মেসি নির্ভরতা প্রকট হয়ে ওঠে তাদের স্কোরশিটের দিকে তাকালে। এই বিশ্বকাপে মোট ছয়টি গোল করেছে লাতিন আমেরিকার দেশটি। যার চারটি এসেছে মেসির পা থেকে।

২. এই বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবলাররা মোট ১০৩বার ড্রিবল করেছেন। এর মধ্যে ৪১ বারই ঘটনার কেন্দ্রে ছিলেন বার্সেলোনার প্রাণ ভোমরা। শতাংশের হিসেবে ৪০ শতাংশর বেশি।

৩. ৪: ব্রাজিল বিশ্বকাপে চার সংখ্যাটা এখন মেসির দখলে। এখন পর্যন্ত এই বিশ্বকাপে চারটি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাতে চার গোল ফুটবলের ক্ষুদে জাদুকরের। আর ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন ওই চারটি ম্যাচে।

৪. ৮৫: এই বিশ্বকাপে মেসির সঠিক পাসের হার। যা সবার ওপরে। আর দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন দলের সর্বশেষ ম্যাচটির গোলের ঠিকানাভেদী পাসটিও এসেছে এমএলটেনের পাস থেকেই। যেই পাস থেকে গোল তুলে নেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

৫. ৩৭: সুযোগ কাজে লাগানোর হার। ব্রাজিলের সেনসেশন নেইমারের থেকে কিছুটা পিছিয়ে মেসি। তবে এই তালিকার শীর্ষমুখটি হলেন জেমস রদ্রিগেজ।

৬. ১৮: চলতি বিশ্বকাপে গোলের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে সবার আগে মেসি। ১৮বার গোলের সুযোগ সৃষ্টি করেছেন লিও। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুইজারল্যান্ডের জরদান শাকিরি (১৭টি)।

(ওএস/পি/জুলাই ০৪,২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test