E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোপার স্বাদ পেল মোহামেডান

২০১৪ এপ্রিল ১৩ ১১:৩০:৩৬
শিরোপার স্বাদ পেল মোহামেডান

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ‘বীরদর্পে এগিয়ে যাও ফেনী সকার ক্লাব। লড়াইয়ে, জয়ে, পরাজয়ে সব সময় আমরা আছি তোমাদের পাশে।’- আবাহনীর গ্যালারিতে ফেনী সকার ক্লাবের সমর্থকদের প্ল্যাকার্ডে এমনটাই লেখা ছিল। যাদের এমন সমর্থক রয়েছে তাদের পরাজয়েও কষ্ট থাকার কথা না। শনিবার মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপের ফাইনালে ঢাকার বাইরের দলটির বিপক্ষে জয় পেতে টাইব্রেকার যেতে হয়েছে ঢাকা মোহামেডানকে। নির্ধারিত সময় খেলা ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশূন্যভাবে শেষ হলে ভাগ্যের পরীক্ষায় সাদা-কালো শিবির ৫-৪ গোলে হারিয়েছে সকার ক্লাবকে।

টাইব্রেকারে সকার ক্লাবের গাম্বিয়ান ফরোয়ার্ড কাব্বা জবির প্রথম শটটিই রুখে দিয়েছিলেন মোহামেডানের অভিজ্ঞ গোলরক্ষক মামুন খান। মোহামেডানের হয়ে প্রথম শটে ভুল করেননি অধিনায়ক জাহিদ হাসান এমিলি। পরবর্তী ৮টি শট ২ দলের কেউ মিস করেননি। সকারের হয়ে গোল করেছেন গাম্বিয়ান ডিফেন্ডার মেন্ডি, আবদুল্লাহ আল মামুন, নাইজেরিয়ান ফরোয়ার্ড চুকা চালর্স ও গাম্বিয়ান ডিফেন্ডার ল্যান্ডিং ডার্বোয়ে। মোহামেডানের হয়ে বাকি ৪টি গোল করেছেন নাইজেরিয়ান মিডফিল্ডার ড্যামিয়েন চিগোজি, সোহাগ, বুরকিনা ফাসোর মিডফিল্ডার জংগো ওসেনি ও নাইজেরিয়ান ডিফেন্ডার হেনরি।


এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মূল ম্যাচে শক্তির বিচারে অনেকে মোহামেডানকে এগিয়ে রেখেছিল। অনেকে ধরে নিয়েছিলেন লড়াইটা হবে হেভিওয়েট আর মাসকিউটোওয়েটের। সকার ক্লাবের খেলা দেখে কিন্তু মোটেও তা মনে হয়নি। ম্যাচের শুরু থেকে মোহামেডানের সঙ্গে সমান তালে লড়েছেন ওমর কেসিসের শিষ্যরা।


ম্যাচের ৫ মিনিটেই বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল সকার ক্লাব। গাম্বিয়ান ডিফেন্ডার ল্যান্ডিং ডার্বোয়ের ফ্রিকিক পোস্ট ঘেঁষে চলে গেলে স্বস্তি মিলেছে সাদা-কালো শিবিরে। ৬ মিনিটে গোলরক্ষক নেহালকে একা পেয়েও ব্যর্থ হয়েছেন মোহামেডানের অভিজ্ঞ মিডফিল্ডার তৌহিদুল আলম সবুজ। বক্স থেকে নেয়া মিডফিল্ডারের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন নেহাল। ৮ মিনিটে আবু সুফিয়ান জাহিদের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেয়া বিদ্যুতের দুর্বল শট খুব সহজেই রুখে দিয়েছেন মোহামেডানের গোলরক্ষক মামুন খান। ২৮ মিনিটে ভালো একটি সুযোগ কাজে লাগাতে পারেননি মোহামেডানের প্রাণভোমরা জাহিদ হাসান এমিলি। প্রতিপক্ষের বিপদ সমীমানায় অরূপ কুমার বৈদ্যর ক্রসে ওপেন টেনে মাথা ছোঁয়াতে ব্যর্থ হয়েছেন সাদা-কালোদের দলপতি। প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্যভাবে।


দ্বিতীয়ার্ধের শুরু থেকে মোহামেডানের সঙ্গে সমানতালে লড়ে যাচ্ছিল সকার ক্লাব। ৪৯ মিনিটে ভালো একটা সুযোগ হাত ছাড়া করেছেন সকারের নাইজেরিয়ান ফরোয়ার্ড চুকা চার্লস। প্রতিপক্ষের বিপদ সীমানায় অধিনায়ক আকবর হোসেন রিদনের ক্রসে বক্সে বল পেয়েছিলেন চুকা চার্লস। পরে তার দুর্বল শট খুব সহজেই রুখে দিয়েছেন।


মোহামেডানের গোলরক্ষক মামুন। ৫৬ মিনিটে অল্পের জন্য গোল বঞ্চিত হয়েছে সকার ক্লাব। আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে বক্সের কাছেই বল পেয়েছিলেন গাম্বিয়ান ফরোয়ার্ড কাব্বা জুবি। তার বাড়ানো বলে ল্যান্ডিং ডার্বোয়ের শট পোস্ট ছুঁয়ে মাঠের বাইরে চলে গেছে। এক মিনিট পরই কাউন্টার অ্যাটাক থেকে গোল করার সুযোগ এসেছিল সাদা-কালো শিবিরের। বক্সের মধ্যে থেকে মেহামেডানের বুরকিনা ফাসোর ফারোয়ার্ড জংগো ওসেনির শট দক্ষতার সঙ্গে রুখে দিয়েছেন সকারের গোলরক্ষক নেহাল। ৭৩ মিনিটে মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার হ্যানরির শট পোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে গেছে। ৮৩ মিনিটে বামপ্রান্ত থেকে এমিলির ফ্রিকিক আগুয়ান গোলরক্ষক নেহাল পরাস্ত হলেও ঠিকভাবে হেড নিতে পারেননি সবুজ।


ম্যাচের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে। পরে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। এ সময়ও কোনো দল গোলের দেখা না পেলে টাইব্রেকারে জয় পরাজয় নিশ্চিত হয়েছে।

(ওএস/পি/এপ্রিল ১২,২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test